ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া উচিত ॥ আমু

প্রকাশিত: ০৫:০৯, ৭ মার্চ ২০১৫

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া উচিত ॥ আমু

স্টাফ রিপোটার সিলেট অফিস ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন অপচয়রোধে সব ধরনের পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া প্রয়োজন। গ্যাসের অপচয়ের কারণে মজুদ কমে আসছে। বিদেশের মতো বাসা-বাড়িতে সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহার করলে অপচয় কমবে। দেশে নতুন সিএনজি ফিলিং স্টেশনের অনুমতি না দিয়ে চালু স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া উচিত। এরকম একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছে। সরকারও এরকম চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। শুক্রবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরও বলেন, কোটি টাকা দিয়ে প্রাইভেট কার কিনে কম পয়সায় গ্যাস ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এছাড়া বাস মালিকরাও স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু বাস ভাড়া কমান না। এটা মেনে নেয়া যায় না। তাই পর্যায়ক্রমে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়া উচিত। ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ওই এলাকায় নতুন আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, ব্যবসায়ী নেতা কলন্দর আলী, আবদুল মান্নান, মুশফিক জায়গীরদার, আবদুল্লাহ আল মামুন, আলীমুল এহসান চৌধুরী, নোমান মাহমুদ, আবুল মিয়া প্রমুখ।
×