ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় চাঁদা না পেয়ে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৫:০৭, ৭ মার্চ ২০১৫

পাবনায় চাঁদা না পেয়ে বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৬ মার্চ ॥ ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আনোয়ারুল হকের নিকট দাবিকৃত চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে এলাকার একটি সন্ত্রাসী চক্র। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে আনোয়ারুল হকের নিকট একই গ্রামের মৃত কছিমুদ্দিনের পুত্র মোতালেব, মনের আলী সরদার, আব্দুস ছালাম ওরফে জিন্নাত গং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দীর্ঘদিন ধরে আনোয়ারুল হকের পরিবারকে হুমকি, ধামকি এমনকি খুনের হুঁশিয়ারি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। উল্লেখ্য, গত বছরও একই কৌশলে লক্ষাধিক টাকার মাছ লুটপাট করা হয়। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
×