ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অডিটরিয়াম, আশ্রয়ণ প্রকল্পের শেড ও প্রবাসীর বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ০৫:০৬, ৭ মার্চ ২০১৫

অডিটরিয়াম, আশ্রয়ণ প্রকল্পের শেড ও  প্রবাসীর বাড়ি পুড়ে ছাই

জনকণ্ঠ ডেস্ক ॥ টাঙ্গাইলের মধুপুরে অডিটরিয়ামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ প্রকল্পের শেডে ও কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসীর বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর নিজস্ব সংবাদদাতাদের- টাঙ্গাইল ॥ মধুপুরে নবনির্মিত সরকারী অডিটরিয়ামে অগ্নিকা-ের ঘটনায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরদৌস আলম নামে একজন আহত হয়েছে। ফরিদপুর ॥ মধুখালীতে ভূমিহীনদের জন্য সরকারী উদ্যোগে নির্মিত আশ্রয়ণ কেন্দ্রে অগ্নিকা-ে পুড়ে গেছে একটি শেড। এর ফলে হারিয়ে গেছে ওই শেডে থাকা ১০টি পরিবারের মাথা গোঁজার জায়গা। বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকা-ে এ ঘটনা ঘটে মধুখালী উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন গাড়াখোলা এলাকায়। কিশোরগঞ্জ ॥ হোসেনপুরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জামাইল গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মতিনের গোয়ালঘরে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। বোয়ালখালী ॥ জেলার বোয়ালখালীতে অগ্নিকা-ে ৪ বসতঘর ভস্মীভূত হয়েছে। দগ্ধ হয়ে মারা গেছে গোয়ালঘরে রাখা ৩টি গরু। পুড়েছে নগদ টাকা, হাঁস-মুরগি ও প্রায় আড়াইশ মণ ধান। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সারোয়াতলীর দীপক মেম্বারের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এদিকে, চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকায় সংঘটিত অপর এক অগ্নিকা-ে ১১টি ঘর ও ৪টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত বারোটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
×