ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্না ও খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিত: ০৭:৩৭, ৬ মার্চ ২০১৫

মান্না ও খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিডিনিউজ ॥ টেলিকথোপকথনে সেনা বিদ্রোহ উস্কানি দেয়ার অভিযোগে গ্রেফতার মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। গত ৪ মার্চ স্বাক্ষর করা অনুমতিপত্র বৃহস্পতিবার পুলিশ পাওয়ার পরপরই এই মামলা দায়ের হয় বলে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানিয়েছেন। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসেবে ধ্বংসাত্মক কর্মকা- চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে এই দুজনের বিরুদ্ধে। গুলশান থানার উপপরিদর্শক শেখ সোহেল বাদী হয়ে সন্ধ্যায় এই মামলা করেন।
×