ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কংগ্রেসম্যান স্যালমনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৬, ৬ মার্চ ২০১৫

কংগ্রেসম্যান স্যালমনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন রিপাবলিকান কংগ্রেসম্যান ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের এশিয়া প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির নব নিযুক্ত সভাপতি ম্যাট স্যালমনের সঙ্গে তাঁর ক্যাপিটাল হিলের কার্যালয়ে সাক্ষাত করেন। ওয়েবসাইট। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেছেন, এই মুহূর্তে সংগ্রাম কার্যত উগ্রবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন কংগ্রেসম্যান স্যালমনকে বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয় চল্লিশ দশকের শেষার্ধে। এই দলের ভিত্তিগত মূলনীতি হলো গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
×