ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে খেয়াঘাট ইজারা নিয়ে জেলা ও উপজেলা পরিষদ বিরোধ

প্রকাশিত: ০৪:২৮, ৬ মার্চ ২০১৫

বাউফলে খেয়াঘাট  ইজারা নিয়ে জেলা ও উপজেলা  পরিষদ বিরোধ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ মার্চ ॥ বাউফলে ৪টি খেয়াঘাটের ইজারা নিয়ে উপজেলা ও জেলা পরিষদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে পারে। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান অভিযোগ করেন, বাউফলের কালীশুরি লঞ্চঘাট সংলগ্ন খেয়াঘাট, গাজীমাঝি খেয়াঘাট, নুরাইনপুর খেয়াঘাট ও কেশবপুর খেয়াঘাটগুলো ১৪০৬ বঙ্গাব্দ হতে ১৪১৫ বঙ্গাব্দ পর্যন্ত বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ইজারা দেয়া হয়েছিল। এরপর কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই বাউফল উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে পটুয়াখালী জেলা পরিষদ ১৪১৬ থেকে ১৪২১ বঙ্গাব্দ পর্যন্ত ওই খেয়াঘাটগুলো ইজারা দেয়। এ নিয়ে পটুয়াখালী জেলা পরিষদ ও বাউফল উপজেলা পরিষদের মধ্যে মতদ্বৈততা দেখা দেয়।
×