ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকৃবিতে নিয়োগ স্থগিত ॥ প্রক্টর ও রেজিস্ট্রার কার্যালয়ে তালা

প্রকাশিত: ০৪:২৭, ৬ মার্চ ২০১৫

বাকৃবিতে নিয়োগ স্থগিত ॥ প্রক্টর ও রেজিস্ট্রার কার্যালয়ে তালা

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে নিয়োগ বিধি অমান্য করে অর্থের বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ ওঠায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাকৃবির সব ধরনের নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এদিকে দলীয় লোকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিএনপি- জামায়াতপন্থিদের নিয়োগ দেয়ার অভিযোগে তিন দিন ধরে প্রক্টর ও রেজিস্ট্রার কার্যালয়ে তালা বন্ধ করে রেখেছে শাখা ছাত্রলীগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩য় এবং ৪র্থ শ্রেণীর নিয়োগে নিয়ম অমান্য করে অর্থের বিনিময়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৩০৮ জনকে কর্মচারী নিয়োগ দেয়ায় ওই নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এমন নির্দেশনা দিয়ে ফ্যাক্স পাঠিয়েছে ইউজিসি। ফ্যাক্সে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত বাকৃবির সকল নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে। শুধুমাত্র অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতপন্থিদের নিয়োগ দেয়ার অভিযোগে তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার কার্যালয়ে তালা দিয়ে রেখেছে বাকৃবি শাখা ছাত্রলীগ। সোমবার নিয়োগ সম্পন্ন হবার পরপরই দলীয় লোকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতপন্থিদের নিয়োগের অভিযোগে রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। পরে তারা বেশ কয়েক দফা শোডাউন দেয় ক্যাম্পাসে। বুধবার ছাত্রলীগের বেশ কয়েক জন নেতার নেতৃত্বে প্রক্টর কার্যালয়ে তালা দেয় ছাত্রলীগ।
×