ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্কট নিরসনে হাসিনা ও খালেদাকে ১৮ রাষ্ট্রদূতের চিঠি

প্রকাশিত: ০৯:১৭, ৪ মার্চ ২০১৫

সঙ্কট নিরসনে হাসিনা ও খালেদাকে ১৮ রাষ্ট্রদূতের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চেয়ে ঢাকায় কর্মরত ১৮ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে যৌথ চিঠি দিয়েছেন। এতে চলমান সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে উত্তেজনাপূর্ণ ভাষা ও সহিংসতা পরিহার করতে বলা হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৮ কূটনীতিক ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে চিঠি লেখেন। ওই চিঠিতে কূটনীতিকরা উল্লেখ করেছেন, বাংলাদেশের বন্ধু হিসেবে তাঁরা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখতে চান। এ লক্ষ্যে সরকারের সঙ্গে তাঁদের আরও কথা বলার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের কাছে লেখা চিঠিতে সই করেন অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডাসহ ১৮ দেশের কূটনীতিক।
×