ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৯, ৪ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৪. ব্যবস্থাপনা সংগঠনের উদ্দেশ্য হলো - র. উপকরণ একত্রিকরণ রর. মান নির্ধারণ ররর. দায়িত্ব অর্পণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. একজন তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার যে স্তরে অবস্থান করেন তা হচেছ র. উচ্চ স্তর রর. মধ্য স্তর ররর. নিম্ন স্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৬. পদোন্নতির ফলে বৃদ্ধি পায় - ক) সচ্ছলতা খ) মর্যাদা গ) উৎসাহ ঘ) অভিজ্ঞতা ৩৭. সামরিক সংগঠন নামে পরিচিত? ক) সরলরৈখিক সংগঠন খ) সরলরৈখিক ও পদকর্মী সংগঠন গ) কার্যভিত্তিক সংগঠন ঘ) কমিটি ৩৮. ইন্টারনেট প্রটোকল কোনটি? ক) ঞওচ খ) টউচ গ) ঘঊঞইওঊট ঘ) অজচঅঘঊঞ ৩৯. একজন কর্মীর আদেশ দাতা হবেন একজন মাত্র ব্যক্তি - এটা হেনরী ফেওলের প্রদত্ত কোন মূলনীতি? ক) কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রেীকরণ খ) আদেশের ঐক্য গ) নির্দেশনার ঐক্য ঘ) জোড়া-মই-শিকলনতি ৪০. জরিনা বেগম একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি তার প্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করে সম্পাদন করেন। জরিনা বেগম সমন্বয়ের কোন নীতিটি অনুসরণ করছেন? ক) কার্যাবিভাগ খ) নমনীয়তা গ) শুতেই সময় ঘ) পারস্পরিক সংযোগ ৪১. আরিন এন্ড কোম্পানির কর্মী মি. মাসুদকে একটি জটিল ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব দেয়া হয়। এটি কোন ধরনের উপাদান? ক) মৌলিক উপাদান খ) প্রেষণা দানকারী উপাদান গ) সহকারী উপদান ঘ) রক্ষণাবেক্ষণমূলক উপাদান ৪২. আগ্রহ পরীক্ষণ কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? ক) প্রশিক্ষণ খ) কর্মী সংগ্রহ গ) কর্মী নির্বাচন ঘ) পদোন্নতি ৪৩. মাস্টার বাজেট কোন ধরনের পরিকল্পনা? ক) স্থায়ী খ) একার্থক গ) সামগ্রিক ঘ) কার্যভিত্তিক ৪৪. মানবসম্পদ বিনিয়োগ লাভজনক ধারণার প্রবর্তক কে? ক) রবার্ট ওয়েন খ) চার্লস ব্যাবেজ গ) এফ ডব্লিউ টেইল ঘ) হেনরি ফেওল ৪৫. যোগাযোগ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান হলো - র. বার্তাপ্রেরক রর. বার্তাপ্রাপক ররর. তথ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. কর্মীদের অসন্তোষ সৃষ্টি করতে পারে - র. বিকৃতি তথ্য রর. সঠিক তথ্য ররর. গুজব বিভ্রান্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. প্রশিক্ষণ পদ্ধতি - র. কোচিং রর. বক্তৃতা ররর. সহযোগিতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. ব্যবস্থাাপনার কার্য হলো - র. পরিকল্পনা সংগঠন রর. কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণ ররর. অর্থসংস্থান ও বাজারজাতকরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. রফিক তার প্রতিষ্ঠানের কর্মীদের কাজের দায়িত্ব এমনভাবে ভাগ করেছেন, যাতে প্রতেক্যেই একই কাজ বার বার করতে পারে। এতে কর্মীরাও সহজেই তাদের উর্ধ্বতন ও অধস্তন সম্পর্কে জানতে পারছে। ফলে মি. রফিকের প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নও সহজ হয়। ৪৯. ‘আজকের প্রণোদনামূলক উপাদানই আগামী দিনের হাইজিন উপাদান’ - কথাটি কে বলেছেন? ক) মাজলো খ) ম্যাকগ্রেগর গ) হার্জবার্গ ঘ) ওপেন হেইমার ৫০. প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা কার্যক্রম পালনের ক্ষেত্রে গুর“ত্বপূর্ণ ভূমিকা পালন করে - র. সংগঠন রর. ব্যবস্থাপনা ররর. প্রশাসন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (খ) ৪. (ক) ৫. (ক) ৬. (ঘ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (গ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮.
×