ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লিনটনের ছবিতে মনিকার ছায়া!

প্রকাশিত: ০৬:৪১, ৪ মার্চ ২০১৫

ক্লিনটনের ছবিতে মনিকার ছায়া!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অফিসিয়াল পোট্রেটে হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিস মনিকা লিউনস্কির সেই নীল পোশাকের ছায়া রয়েছে। ক্লিনটনের এই ছবিটি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে। ফিলাডেলফিয়া ডেইলি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেলসন শ্যাঙ্কস নামের এক চিত্রশিল্পী এই তথ্য ফাঁস করেছেন। তিনি ক্লিনটনের ওই ছবিটি এঁকেছিলেন। শ্যাঙ্কস দাবি করেছেন, আপনি ছবিটিতে ক্লিনটনের বাম হাতের দিকে, তাকালে ছায়া দেখতে পাবেন। এর দুটি অর্থ আছে। প্রথমটি হলো, ছায়াটি আসলে আক্ষরিক অর্থে সেই নীল পোশাকের প্রতিনিধিত্ব করছে। যখন ছবিটি আঁকছিলাম তখন সেখানে আমি একটি ম্যানিকুইন রেখেছিলাম। তখন অবশ্য সেখানে ক্লিনটন উপস্থিত ছিলেন না। অপরটি হলো, রূপক অর্থে, ছায়াটি ক্লিনটনের প্রেসিডেন্সি বা তার নিজেকে প্রতিনিধিত্ব করছে। তিনি ক্লিনটনকে সব যুগের সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন। শ্যাঙ্কস বলেন, ক্লিনটন দম্পতি ছবিটি সরিয়ে ফেলতে ন্যাশনাল পোট্রেট গ্যালিরিকে চাপ দিয়েছেন। তবে গ্যালারির মুখপাত্র বেথানি বেন্টলি বলেছেন, তারা এমন কোন অনুরোধ পাননি। ছবিটি বর্তমানে প্রদর্শন করা হচ্ছে না। তবে এটি জাদুঘরের গ্যালারির সংগ্রহে রয়েছে। ২০০৬ সালে ছবিটি যখন প্রদর্শন করা হয়, তখন থেকেই বিতর্কের শুরু। ক্লিনটনের হাতে বিয়ের আংটি তাতে ছিল না। -টেলিগ্রাফ ও এবিসি নিউজ
×