ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা চান ওয়াহাব রিয়াজ

প্রকাশিত: ০৫:৫৮, ৪ মার্চ ২০১৫

অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা চান ওয়াহাব রিয়াজ

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্য কিভাবে মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে ওয়াহাব রিয়াজ তার উদাহরণ। ইনজুরির জন্য যার ক্যারিয়ার নিয়েই ছিল বড় প্রশ্ন, সেই পাকিস্তানী পেসার এখন অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন। টানা দুই হারে কোণঠাসা পাকিস্তান শেষ ম্যাচে জিম্বাবুইয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। লো-স্কোরিং সেই ম্যাচে প্রথমে বল হাতে ৪৬ বলে অপরাজিত ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে নায়ক বনে যান ২৯ বছর বয়সী এ পাকিস্তানী। ‘জিম্বাবুইয়ের বিপক্ষে ৫৪ রান আমার ক্যারিয়ারে সেরা ইনিংস। যখন ব্যাটিংয়ে নেমেছিলাম তখন দলের রানের খুব প্রয়োজন ছিল। প্রথমে উইকেটে সেট হয়ে শট খেলার চেষ্টা করেছি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও আমি আমার দায়িত্ব পালন করতে পেরে খুশি।’ বলেন তিনি। ১২৭ রানে ৫ উইকেট হারানোর পরও পাকিস্তান ২৩৫ রানের পুঁজি পায় শোয়েব মাকসুদ ও রিয়াজের সৌজন্যে। ৪৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন রিয়াজ। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য। শহীদ আফ্রিদি, মিসবাহ-উল হক, উমর আকমলদের মতো তারকাদের টেক্কা দিয়ে তাই দলের গুরুত্বপূর্ণ জয়ের নায়ক রিয়াজ। বিশ্বকাপে দলকে প্রথম জয় উপহার দেয়ার পর তিনি স্বীকার করেছেন, ভবিষ্যতে একজন প্রকৃতি অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ‘অবশ্যই, কেন নয়। কিন্তু একটি দুটি ভাল ইনিংস খেললেই অলরাউন্ডার হওয়া যায় না। দলীয় স্টাফ আমাকে নিয়ে অনেক পরিশ্রম করেছে। নেটে ব্যাটিংয়ে উৎসাহ দিয়েছে। আমি তাই লক্ষ্য অর্জনে চেষ্টা করছি।’ প্রধান কোচ ওয়াকার ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াজ আরও বলেন, ‘ওয়াকার একজন কিংবদন্তি ক্রিকেটার। তাঁর সংস্পর্শে আমাদের পেস আক্রমণ আরও ভাল হয়ে উঠছে। সর্বোপরি তাঁর অভিজ্ঞতা দলের জন্য বড় প্রাপ্তি। নৈপুণ্যের এ ধারা পরের ম্যাচগুলোতেও অব্যাহত রাখতে চাই।’ আজ আরব আমিরাতের বিপক্ষে খেলবে তাঁর দল পাকিস্তান। আজকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা আরব আমিরাতে অনেক ক্রিকেট খেলেছি। সেখানে স্পিনাররা ভাল করেছে। সাঈদ আজমল ছিল দুর্দান্ত। কিন্তু বিশ্বকাপে তাকে পাইনি। সে কারণেই আমাদের প্রত্যেকের ওপর দায়িত্বটা বেড়ে গেছে। চেষ্টা করব সেরাটা দিতে।’ উল্লেখ্য, সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। দলটি এখন আরব আমিরাতে নিজেদের দ্বিপক্ষীয় ম্যাচগুলো খেলে থাকে। আর অবৈধ বোলিং এ্যাকশনের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় বিশ্বকাপে নেই আজমল। যদিও কদিন আগে আইসিসি থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বহুল আলোচিত সেমিফাইনালে ৫ উইকেট নেয়ার পর ইনজুরির কারণে ধারাবাহিকভাবে ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে ওয়াহাব রিয়াজের। বাঁহাতি পেসার ব্যাট করেন ডান হাতে। ২০০৮ থেকে এ পর্যন্ত খেলেছেন ৮ টেস্ট, ৫০ ওয়ানডে (৩৮৭ রান ও ৬৭ উইকেট) ও ৭ টি২০।
×