ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

প্রকাশিত: ০৫:৫৪, ৪ মার্চ ২০১৫

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

স্টাফ রিপোর্টার ॥ আবারও গায়েবি বিবৃতির মাধ্যমে দিয়ে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি জোট। চলমান টানা অবরোধ ও ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচীর মধ্যেই আবারও ৪৮ ঘণ্টা হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত কর্মসূচী অনুসারে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়া একই দাবিতে কাল বৃহস্পতিবার সারাদেশের জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিত নির্বাচিত মেয়রদের অপসারণের প্রক্রিয়া চলছে বলে আমরা পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পেরেছি। সরকার ইতোমধ্যে বিরোধী দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন মেয়রসহ নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে কলমের খোঁচায় অপসারণ করেছে। তারই অংশ হিসেবে রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামলা, গুলি ও ভাংচুর করে তার মাকে আহত এবং দু’ভাইকে আটক করা হয়।
×