ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউডে আলোচনায় ‘দম লাগাকে হাইশা’

প্রকাশিত: ০৭:০৪, ৩ মার্চ ২০১৫

বলিউডে আলোচনায় ‘দম লাগাকে হাইশা’

সংস্কৃতি ডেস্ক ॥ ইয়াশ রাজ ফিল্মসের নতুন চলচ্চিত্র ‘দম লাগাকে হাইশা’ শুক্রবার মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি চলচ্চিত্রের পর্দায় মোটা এক অভিনেত্রীর অভিষেক হয়েছে। যিনি চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তার নাম ভুমি পেডনেকার। অবশ্য ‘দম লাগাকে হাইশা’ চরচ্চিত্রের মাধ্যমে ইতোমধ্যেই ভুমির অভিনয় সমালোচক এবং হিন্দি সিনেপাড়ার বাসিন্দাদের মন জয় করে নিয়েছে। কারণ অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন গানের দৃশ্যে অভিনেতা আয়ুস্মান খোরানার সঙ্গে খুব ভাল নেচেছেন তিনি। এ জন্য পর্দায় আর দশটা সাধারণ মানুষের মতোই এক অভিনেত্রীকে পেয়ে দর্শকরাও অনেকটাই সন্তুষ্ট। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি হিন্দি চলচ্চিত্রে হাওয়া বদলের ইঙ্গিত না কি কেবল এক বিচ্ছিন্ন ব্যতিক্রম! ইয়াশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানুর সহকারী ভুমিকে চলচ্চিত্রটির জন্য হুট করেই নির্বাচন করা হয়। ৩০ বছর বয়সী ভুমি নিজেও জানতেন না, নায়িকা হিসেবে তার অডিশন নেয়া হচ্ছে। এরপর চলচ্চিত্রটি মুক্তির আগে তাকে গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয়। যার ফলে নতুন এই অভিনেত্রী সম্পর্কে পুরোপুরি অন্ধকারেই ছিল দর্শকরা। তবে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দেখা গেল পর্দার ভুমি আর বাস্তবের ভুমির মধ্যে তফাত অনেক, কারণ এরই মধ্যে বেশ বাড়তি মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। তার মানে কি ছিপছিপে গড়নের সুন্দরী নায়িকাদের কাতারে যোগ দিতে যাচ্ছেন তিনিও। ইয়াশ রাজের সঙ্গে তিনটি চলচ্চিত্রে চুক্তি সই করা ভুমিকে পরবর্তী চলচ্চিত্রগুলোতে কোন অবতারে উপস্থাপন করা হবে, সেটাই এখন দেখার বিষয়।
×