ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গত মাসে বিদেশী বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ০৬:৪৫, ৩ মার্চ ২০১৫

গত মাসে বিদেশী  বিনিয়োগ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে ফেব্রুয়ারি মাসে বিদেশীদের নিট বিনিয়োগ কমেছে। গত মাসে বিদেশীদের নিট বিনিয়োগ কমেছে প্রায় ৮৬ শতাংশ। বাজার সংশ্লিষ্ট মহলের ধারণা, দেশের সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচীর কারণেই বিদেশীরা শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছেন। দেশের বাজারে তাদের যে পরিমাণ বিনিয়োগ ছিল, তা বিক্রি করে টাকা তুলে নিয়েছে। এতে বিদেশী বিনিয়োগ কমে গেছে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে বিদেশীরা মোট ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা নিট বিনিয়োগ করেছে। জানুয়ারিতে পুঁজিবাজারে বিদেশীদের নিট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা। এ হিসাবে ফেব্রুয়ারিতে বিদেশীদের নিট বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা। গত মাসে মোট লেনদেনও কমেছে বিদেশীদের। জানুয়ারি মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে এ লেনদেন নেমে এসেছে ৪৭০ কোটি ৪২ লাখ টাকায়। এ হিসাবে গত মাসে মোট লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৩১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকা। সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে বিদেশীরা মোট ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার কিনেছে। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩৬৫ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ বিদেশীরা গত মাসে ১১৪ কোটি ৫০ লাখ টাকার কম শেয়ার কিনেছে। তবে বিদায়ী মাসে বেড়েছে বিদেশীদের শেয়ার বিক্রয়ের পরিমাণ। আলোচিত সময়ে বিদেশীরা মোট ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেছে। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
×