ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে আরও ১০ সীমান্ত ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে

প্রকাশিত: ০৬:২৯, ৩ মার্চ ২০১৫

কক্সবাজারে আরও ১০ সীমান্ত ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি নাশকতাকারীদের দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার চকরিয়া ও ঈদগাঁও এলাকায় বসিয়েছে বিজিবি স্পেশাল পোস্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কক্সবাজার বিজিবি সেক্টরের অধীনে দুর্গম এলাকায় আরও ১০টি সীমান্ত ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে। তন্মধ্যে কক্সবাজার সদর, রামু ও নাইক্ষ্যংছড়িতে ৫টি বিওপির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দুর্গম পাহাড়ী এলাকা ও টেকনাফে আরও ৫টি বিওপি স্থাপন করা হবে অবিলম্বেই। মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে কক্সবাজার সেক্টরের ১৪৪ কিলোমিটার জলসীমানাসহ স্থলসীমান্ত রয়েছে। দুর্গম পার্বত্য এলাকা নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ওই ৩টি বিওপি নির্মাণ করা হলে কক্সবাজার সেক্টরের ১৪৪ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণভাবে রক্ষিত হবে বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ খালেকুজ্জামান পিএসসি। সোমবার দুপুরে কক্সবাজার বিজিবি সেক্টর সদর সম্মেলন কক্ষে মতবিনিময়কালে সেক্টর কমান্ডার এ সব তথ্য জানান। কর্নেল খালেকুজ্জামান বলেন, বর্তমানে কক্সবাজার সেক্টরে ৩১টি বিওপি, ৩টি সিআইও ক্যাম্প এবং ৫টি চেকপোস্ট ও স্পেশাল ক্যাম্প রয়েছে। গত দুই মাসে দুর্গম এলাকা কক্সবাজার ব্যাটালিয়নের তুইংগাঝিড়ি, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের টারগুপাড়া-মিলিনপাড়া, রামু ব্যাটালিয়নের গর্জনবুনিয়া ও জারুলিয়াছড়িতে ৫টি নতুন বিওপি নির্মাণ করা হয়েছে। নতুন স্থাপিত তুইংগাঝিড়ি, টারগুপাড়া, জারুলিয়াছড়ি ও গর্জনবুনিয়া বিওপি ১০ জানুয়ারি থেকে ওই বিওপিগুলোর কার্যক্রম চলছে। ওয়ালটনের পৃষ্ঠপোষকতা বিটিআরইউর পুনর্মিলনী বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো বিটিআরইউ পুনর্মিলনী ২০১৫। পুনর্মিলনীর পাশাপাশি দেশের চলমান সহিংসতা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুজন হালদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ ফজলে ফাহিম, বিশিষ্ট সমাজসেবক চিত্তরঞ্জন দাস, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বিটিআরইউর সাধারণ সম্পাদক শফিউল্লাহ সুমন। -বিজ্ঞপ্তি
×