ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে মাদক পাচারকারীদের হামলায় দুই পুলিশ আহত

প্রকাশিত: ০৬:১৭, ৩ মার্চ ২০১৫

বরিশালে মাদক পাচারকারীদের হামলায় দুই পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাশিপুর ফিশারি রোড এলাকায় রবিবার রাতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক পাচারকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআইসহ দুই সদস্য। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী মাদক বিক্রেতা কামাল চৌধুরী ও তার পুত্র রনিকে আটক করেছে পুলিশ। আহত এসআই আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে কাশিপুরের চিহ্নিত মাদক বিক্রেতা কামাল চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল চৌধুরী বাসা থেকে পালানোর চেষ্টা করলে তার পিছু নেয় কনস্টেবল কামাল হোসেন। এ ঘটনায় মাদক বিক্রেতা কামাল চৌধুরীর স্ত্রী ও পুত্র কনস্টেবল কামালের ওপর হামলা চালায়। কনস্টেবল কামালের চিৎকারে বাসার ভেতরে তিনি প্রবেশ করলে তার ওপরও হামলা চালানো হয়। পরে অভিযানে অংশ নেয়া অপর পুলিশ সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করে তাকে ও কনস্টেবল কামালকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে হামলাকারী মাদক বিক্রেতা কামাল চৌধুরী ও তার পুত্র রনিকে আটক করে। বাসায় তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকারী কাজে বাধা ও ফেনসিডিল রাখার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে সেতু নির্মাণ দাবি নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ২ মার্চ ॥ সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া সিআইখোলা এলাকায় ডিএনডির সেচ খালের ওপর নির্মিত কাঠের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর পাটাতনের কাঠগুলো দুর্বল হয়ে ভেঙ্গে যাচ্ছে। এতে যে কোন সময় সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান। ঝালকাঠিতে কৃষক প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ০২ মার্চ ॥ সদর উপজেলার কৃষিবিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ প্রশিক্ষণ শুরু হয় এবং ৩০ করে ৫ ব্যাচে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার দাস, ফরহাদ হোসেন, মশিউর রহমান ও আবুল হোসেন মিয়া এ প্রশিক্ষণ পরিচালনা করছেন।
×