ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানইউকে হটিয়ে তিনে আর্সেনাল

প্রকাশিত: ০৬:১২, ৩ মার্চ ২০১৫

ম্যানইউকে হটিয়ে তিনে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল ২-০ গোলে পরাজিত করে এভারটনকে। গানার্সদের হয়ে গোল করেন ফরাসী তারকা অলিভিয়ের জিরুড ও চেক ফুটবলার টমাস রসিস্কি। ২০১৪-১৫ মৌসুমের শুরুতে লীগের প্রথম পর্বে এভারটনের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল আর্সেনাল। পরশু ঘরের মাঠে সেই দলকে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। এর আগে শনিবার সান্ডারল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গানার্সদের জয়ে চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে রেড ডেভিলসদের। ২৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫১। আর ইউনাইটেডের পয়েন্ট ৫০। ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে, আক্রমণ পাল্টাআক্রমণে চলতে থাকা ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের কর্নারে ডান পায়ের নিচু শটে বাঁ কোনা দিয়ে বল জালে পাঠান অলিভিয়ের জিরুড। ৭০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এভারটন। বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাসের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন আর্সেনাল গোলরক্ষক। ৮১ মিনিটে ওজিলের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচ শেষের এক মিনিট আগে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেন রসিস্কি। এই গোলেও অবদান ওজিলের। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পাস পেয়ে চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার রসিস্কি শট নেন। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডার ফিল জাগিয়েলকার পায়ে লেগে জালে প্রবেশ করে।
×