ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যাককুলামকে নিয়ে আশাবাদী কোচ হেসন

প্রকাশিত: ০৬:০২, ৩ মার্চ ২০১৫

ম্যাককুলামকে নিয়ে আশাবাদী কোচ হেসন

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিচেল জনসনের বলে বাম হাতে আঘাত পান নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। তবে সেই চোট তেমন গুরুতর নয়। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্রেন্ডন ম্যাককুলামের খেলার বিষয়ে আশাবাদী নিউজিল্যান্ড। ইডেন পার্কে দর্শক ভর্তি স্টেডিয়ামে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পায় কিউইরা। আর সেই ম্যাচে ২৪ বলের ঝড়ো গতিতে অর্ধশতক পূর্ণ করেন ম্যাককুলাম। আর অসিদের বিপক্ষে দারুণ জয়ের ফলেই প্রথম দল হিসেবে একাদশতম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচের আগে ঠিক এক সপ্তাহ সময় পাচ্ছে তারা। যে কারণে মাইক হেসন আশা করছেন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন ম্যাককুলাম। এ বিষয়ে মাইক হেসন বলেন, ‘এই মুহূর্তে হাত কিছুটা ফুলে আছে। আমরা দিনে একবার অথবা দুই বার তার অবস্থা পর্যবেক্ষণ করব। তবে তার সুস্থ হয়ে ওঠার সব লক্ষ্যই দেখা যাচ্ছে।’ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। আর তার সব জয়ের দেখা পেয়েছে তারা। সব ম্যাচেই নিউজিল্যান্ড একই দল মাঠে নামিয়েছে। সুতরাং দলের বাকি খেলোয়াড় টম লাথাম, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকক্লেনাঘান, কাইল মিলস সুযোগের অপেক্ষায় আছে। এ বিষয়ে হেসন বলেন, ‘একটা ম্যাচের মধ্যে আপনি যখন এক সপ্তাহ বিরতি পাবেন, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যদি বাদ দেন তবে তাদের খেলায় ফিরতে আবার দুই সপ্তাহ লেগে যাবে। যা অনেক বড় সময়।’ নেপিয়ারে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৩ মার্চ। হ্যামিলটনে সেই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরির ভূয়সী প্রংশসা করেছেন কোচ মাইক হেসন। এ বিষয়ে তিনি বলেন, ‘স্পিনে সে খুবই ভাল খেলোয়াড়। সে সবসময়ই তার লেন্থ নিয়ন্ত্রণ করে বল করে। মাঝে মাঝে সে একটি কিংবা দুটি উইকেট নিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিপক্ষের বিপক্ষে সে সবসময়ই পার্শ্বনায়কের ভূমিকা পালন করে।’ নিউজিল্যান্ডের হয়ে আলো ছড়াচ্ছেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়া বোল্টও ম্যাককুলামের প্রশংসা করেছেন।
×