ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাইওনিয়ার ফুটবল লীগ শুরু

প্রকাশিত: ০৬:০১, ৩ মার্চ ২০১৫

পাইওনিয়ার ফুটবল লীগ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার উদ্বোধন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন পাইওনিয়ার অনুর্ধ-১৬ ফুটবল লীগ। বাংলাদেশের সবচেয়ে বড় এ ফুটবল লীগে স্পন্সর করছে আড়ং ডেইরি। লীগে এবার অংশ নিচ্ছে ৫৯ দল। ঢাকার পাঁচটি মাঠে ১০ গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রথম পর্বে একে অন্যের মোকাবেলা করবে। সোমবার বাফুফে ভবনে পাইওনিয়ার ফুটবল লীগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লীগ কমিটির কর্মকর্তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এ লীগে মঙ্গলবার বিকেল ৩টায় পল্টন ময়দানে (আউটার স্টেডিয়ামে) এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লীগের নবাগত দল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বনাম গত আসরের চ্যাম্পিয়ন টাঙ্গাইল ফুটবল একাডেমি। এছাড়া সূচী অনুযায়ী আউটার স্টেডিয়ামে আগামী ৬ মার্চ দুপুর ২টায় হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ও মাদারবাড়ী শোভানীয়া ক্লাব চট্টগ্রাম দলের খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের পাইওনিয়ার ফুটবল লীগ। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয়, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জনাব বিজন বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল হাই এবং ব্র্যাক এন্টারপ্রাইজেসের এজিএম এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মঙ্গলবার দুপুর ২টায় বাফুফে ভবন থেকে লীগে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তা বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুই নম্বর গেটে গিয়ে শেষ হবে। পরে আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই লীগের অংশ নেয়া সব খেলোয়াড়কে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ দেয়া হবে। ইতোমধ্যে অংশ সব দলকে দশ হাজার টাকা করে দেয়া হয়েছে। সুপার লীগে উঠলে প্রতিটি দল পাবে ১৫ হাজার টাকা করে। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
×