ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাল বেচে জীবিকা

প্রকাশিত: ০৫:৫০, ৩ মার্চ ২০১৫

জাল বেচে জীবিকা

রাজধানীর ওসমানী উদ্যানে ঝাঁকি জাল বিক্রি করে জীবিকা অর্জন করেন মোঃ জসিম মিয়া (৩৮)। কুমিল্লা থেকে জাল কিনে এনে ঢাকায় বিক্রি করেন ১২ শ’ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। দৈনিক বিক্রি পাঁচ হাজার টাকার মতো। এখন শীত শেষ, পানি কমে গেছে। তাই জালের চাহিদাও কমে গেছে। তবে বন্যার সময় জালের চাহিদা অনেক বেড়ে যায়। আপন মনে জাল বুনতে থাকা জসিম মিয়ার ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী জীবন ঘোষ।
×