ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে

প্রকাশিত: ০৫:৩০, ৩ মার্চ ২০১৫

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে

বিশেষ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস আগামী ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। বিকেল ৩টায় আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনসভাটিকে জনসমুদ্রে রূপ দিয়ে রাজধানীতে বড় ধরনের শো-ডাউনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তথ্য জানান। ঢাকা মহানগর অন্তর্ভুক্ত আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতাদের এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ওই জনসভায় লাখো মানুষের সমাগম ঘটিয়ে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ৩০ শতাংশ ভোট পেয়েছিল। তাদের তো লাখ লাখ কর্মীবাহিনী রয়েছে। আর এসব কর্মীরা সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়লে তাদের দমন করতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে সরকারের কার্যকরী পদক্ষেপের কারণে সহিংসতা ইতোমধ্যে কিছুটা কমে এসেছে। দেশের জনগণের সাহায্য অব্যাহত থাকলে দ্রুতই সহিংতা বন্ধ হয়ে যাবে। গুলশানের কার্যালয়ে সন্ত্রাসী লুকিয়ে আছে- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোট দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে। তাদের নাশকতার আন্দোলনে দেশের জনগণ সাড়া দেয় না বলে পেট্রোলবোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
×