ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহযোগী দেশগুলোর বিপক্ষে ধোনির ‘না’

প্রকাশিত: ০৫:৫৩, ২ মার্চ ২০১৫

সহযোগী দেশগুলোর বিপক্ষে  ধোনির ‘না’

জিএম মোস্তফা ॥ একাদশতম বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো বেশ ভাল পারফর্মেন্স করছে। আর তাদের পারফর্মেন্স বড় দলগুলোকে লজ্জায় ফেলে দিচ্ছে। তাই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন সহযোগী দলগুলোকে ভাল করতে হলে তাদের বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি খেলতে হবে। তবে অবশ্যই ভারতের বিপক্ষে নয়! শনিবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা তিন জয় তুলে নেয় ভারত। এরপরের সংবাদ সম্মেলনেই উঠে আসে ধোনির মুখ থেকে এমন কথা। তিনি মনে করেন, সহযোগী দলগুলোকে শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ করে দিলেই ক্রিকেট একটি বৈশ্বিক খেলা হিসেবে পরিচিতি পাবে, ‘আপনি আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের ক্রিকেট দেখুন, ওরা প্রতিনিয়তই উন্নতি করে চলেছে। বিশেষ করে গত দুই-তিন বছরে আফগান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন হয়েছে। মনে করি তাদের আরও বেশি সুযোগ দেয়া উচিত আমাদের। এ জন্য বড় দলগুলোকেই এগিয়ে আসতে হবে। এতে করে আফগানিস্তান কিংবা আরব আমিরাতের মতো দলগুলোর মান আরও ভাল হবে।’ এরপর ধোনিকে জিজ্ঞেস করা হয়, ভারত কবে এই ধরনের উদ্যোগের বাস্তবায়ন ঘটাবে? ধোনির জবাব সরাসরি ‘না’। তিনি জানান, সহোযোগী দলগুলোর বিপক্ষে ভারতের খেলা সম্ভব নয়। এর পেছনে যুক্তি হিসেবে দাঁড় করান ক্রিকেটের আন্তর্জাতিক সূচী, ‘ভারতের বিপক্ষে নয়। এখন আমরা যেভাবে খেলে চলেছি, তাতে সহযোগী দলগুলোর বিপক্ষে খেলার মতো আমাদের সময় নেই। আমরা কোনভাবেই পারব না, যদি না আমরা একদিনে দুইটি ওয়ানডে ম্যাচ খেলি। আর বড় কথা আমরা আমাদের মান ধরে রাখতে চাই।’ শনিবার সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে প্রথম তিন ম্যাচের সব জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ভারত। তিনি আরও মনে করছেন, ‘মূলত বোলারদের কল্যাণেই নিজেদের তৃতীয় ম্যাচটি হেসে খেলে জিতে নেয় টিম ইন্ডিয়া। এছাড়া ফিল্ডিং ও ব্যাটিং বিভাগেও পারফর্মেন্স ছিল বলার মতো। তাই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে দলের এমন অলরাউন্ড পারফর্মেন্সে তৃপ্ত ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘বোলাররা এ ম্যাচে দারুণ বল করেছে। ফিল্ডিং ছিল দুর্দান্ত। তিন বিভাগেই ভাল পারফর্ম হয়েছে। মোটকথা ঐক্যবদ্ধভাবে খেলেছে পুরো দল।’ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দুটি দলের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু ভারতের। তৃতীয় ম্যাচে তারা পেয়ে যায় পুঁচকে আরব আমিরাতকে। দল হিসেবে খুব বেশি শক্তিশালী না হওয়ায় আরব আমিরাতের বিপক্ষে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। শনিবার মাত্র ১০২ রানেই আরব আমিরাতকে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। পাশাপাশি দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ফিল্ডাররাও। এরপর ব্যাটসম্যানদের সৌজন্যে ১৮৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের তিন বিভাগের দুর্দান্ত পারফর্মেন্স মুগ্ধ করেছেন ভারতীয় দলপতিকে। দলের তিন নাম্বার বোলার রবিচন্দ্রন অশ্বিন। আর তিন নাম্বার বোলার হিসেবে প্রতিপক্ষের বিপক্ষে বল করতে এসে আরব আমিরাতের মেরুদ- ভেঙ্গে দেন ভারতের এই অফ স্পিনার। শেষপর্যন্ত ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। তাই ম্যাচ শেষে নিজের পারফর্মেন্স নিয়ে বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমার কব্জি বেশ ভাল মতোই কাজ করেছে। জায়গা মতো বল ফেলতে পেরেছি। আর্ম বলগুলো দারুণভাবে করতে সক্ষম হয়েছি। এ ম্যাচের অভিজ্ঞতা বড় ম্যাচে কাজে দেবে।’
×