ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৯, ২ মার্চ ২০১৫

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক, সিঙ্গার বিডি, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সিনোবাংলা লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে পূবালী ব্যাংক ১০ শতাংশ ক্যাশ, সিঙ্গার বিডি ৩৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক, সোশ্যাল ইসলামী ব্যাংক ১৮ শতাংশ ক্যাশ এবং সিনোবাংলা ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, পূবালী ব্যাংকের আলোচিত অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩.৫৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫.১৪ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.২৮ টাকা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ৯টায় পিএসই কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর-১৪ তে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ। সিনোবাংলার সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৩৪ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.৩২ টাকা। সিনোবংলার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মে সকাল ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মার্চ। সোশ্যাল ইসলামী ব্যাংকের আলোচিত অর্থবছরে শেয়ারপ্রতি আয় করেছে ২.৭৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৭.৩১ টাকা এবং শেয়ারপ্রতি নদগ প্রবাহের পরিমাণ ৪.৩৬ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ। এদিকে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি। এর মধ্যে ২৫ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে সর্বমোট ২২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। কারণ এর আগে ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বিডি। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৯১ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৮৯ টাকা এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১৬.০৬ টাকা। সিঙ্গার বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায়, স্পেকট্রা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
×