ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পান্ডার সংখ্যা বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৭, ২ মার্চ ২০১৫

পান্ডার সংখ্যা বেড়েছে

চীনে বন্য পান্ডার সংখ্যা গত এক দশকে ১৭ শতাংশ বেড়েছে। এ সময়ে পান্ডার আবাসস্থলের পরিমাণ বেড়েছে ১১ শতাংশ। এ পান্ডাগুলো দেখতে অনেকটা ছোট ভালুকের মতো। চীনের দক্ষিণাঞ্চলে এদের বাস। পান্ডাগুলোর প্রধান খাদ্য বাঁশ। বন্য পান্ডার দু’চোখ, দু’কান, নাক, চার পা ও পিঠের রং কালো। একই সময়ে জায়ান্ট পান্ডার সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। এসব খবরে সন্তোষ প্রকাশ করেছে বন্যপ্রাণী সংরক্ষণ গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)।- এএফপি
×