ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদা পারভীন ফাউন্ডেশনের অচিন পাখি-২

প্রকাশিত: ০৪:২৮, ২ মার্চ ২০১৫

ফরিদা পারভীন ফাউন্ডেশনের অচিন পাখি-২

স্টাফ রিপোর্টার ॥ ‘অচিন পাখি-২’ নামে ২৫টি লালন সঙ্গীতের স্বরলিপি প্রকাশ করতে যাচ্ছেন লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। ফরিদা পারভীন ফাউন্ডেশনের ব্যানারে এটি বই আকারে প্রকাশ হবে। এটি ‘অচিন পাখি’ শীর্ষক বইয়ের দ্বিতীয় খ-। ফরিদা পারভীন লালনের প্রচলিত-অপ্রচলিত ১০০টি গানের স্বরলিপি তৈরি করছেন, যা চার খ-ে ভাগ করে প্রকাশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় খ-টি প্রকাশ করা হবে। সম্প্রতি ফরিদা পারভীন ‘অচিন পাখি-২’র স্বরলিপি লেখার কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে বইটির প্রচ্ছদ ও পোস্টারের কাজ চলছে। এ সম্পর্কে ফরিদা পারভীন বলেন, দীর্ঘদিন ধরেই আমি লালনের গান সংরক্ষণের প্রয়াসে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ২৫টি গানের স্বরলিপি প্রকাশ করেছি। এবার আরও ২৫টি স্বরলিপি প্রকাশ করতে যাচ্ছি। বছরের মাঝামাঝি সময়ে এটি প্রকাশ হবে। আমি মনে করি, এটি ফরিদা পারভীন ফাউন্ডেশনের জন্য অন্যতম বড় আয়োজন। এই ফাউন্ডেশনের ব্যানারে পরবর্তী ৫০টি গানের স্বরলিপিও প্রকাশ করা হবে। লালনের গান সংরক্ষণ এবং শুদ্ধ উচ্চারণের লক্ষ্যেই স্বরলিপির কাজটি করছি। জানা গেছে, ‘ফরিদা পারভীন ফাউন্ডেশন’ দুস্থ মানুষকে সহায়তা করছে। এছাড়াও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্যে ফরিদা পারভীন তার নতুন এ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। এটি পল্লীকবি জসীম উদ্দীনের গান দিয়ে সাজানো হচ্ছে। ইতোমধ্যে তিনি এ্যালবামটির জন্য গান নির্বাচনের কাজ শেষ করেছেন। এতে ১০টি গান রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
×