ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিজিতের খুনীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সিপিজের

প্রকাশিত: ০৭:৫৮, ১ মার্চ ২০১৫

অভিজিতের খুনীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সিপিজের

সিপিজের বিবৃতি ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশে লেখক-সাংবাদিক আক্রান্ত হলেও সময়মতো সেসব ঘটনার বিচার না হওয়ায় অভিজিৎ হত্যাকা-ের পথ করে দিয়েছে। মুক্ত সাংবাদিকতার পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া সংগঠনটি দ্রুত অভিজিতের হত্যাকারীদের ধরে বিচারের আওতায় আনার দাবি জানায়। সংগঠনটির এশিয়াবিষয়ক প্রোগ্রাম সমন্বয়ক বব ডায়েটজ বিবৃতিতে বলেন, বাংলাদেশে হামলাকারীদের বিচার না হওয়ার যে নজির রয়েছে তারই ফলশ্রুতিতে অভিজিতের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘাতক দালাল নির্মূল কমিটির ॥ এগারো বছর অতিক্রান্ত হওয়ার পরেও প্রথাবিরোধী লেখক হুময়ুন আজাদ হত্যার বিচার হয়নি। ১৯৯৯ সালে কবি শামসুর রাহমানের (প্রয়াত) ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা থেকে আরম্ভ করে এ পর্যন্ত জামায়াত ও তার তাদের সহযোগী জঙ্গী মৌলবাদীরা যাদের হত্যা করেছে শতকরা দশ ভাগেরও বিচার হয়নি। বিচার না হওয়া এবং বিএনপির মতো বড় দলের ছত্রছায়ায় থেকে জামায়াত-জঙ্গী-মৌলবাদীরা দেশ ও জাতিবিরোধী এবং মুক্তচিন্তা, মানবাধিকার ও সভ্যতাবিরোধী নৃশংস কর্মকা-ের সহ্যের সকল সীমা অতিক্রম করেছে।
×