ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে সৌরবিদ্যুত প্লান্ট স্থাপনে চুক্তি

প্রকাশিত: ০৭:৪১, ১ মার্চ ২০১৫

জামালপুরে সৌরবিদ্যুত প্লান্ট স্থাপনে চুক্তি

বিজনেস ডেস্ক ॥ জামালপুরের সরিষাবাড়ীতে ৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) এবং এনগ্রীন সরিষাবাড়ী সোলার প্ল্যান্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মতিঝিলের ওয়াপদা ভবনের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিউবোর চেয়ারম্যান মোঃ শাহীনুল ইসলাম খান। চুক্তিতে বিউবোর পক্ষে বোর্ড সচিব মোঃ জহুরুল হক এবং এনগ্রীন সরিষাবাড়ী পাওয়ার প্ল্যান্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান স্বাক্ষর করেন। উল্লেখ্য, জামালপুরের সরিষাবাড়ীতে বিউবোর ৩৩/১১ কেভি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ৮ একর জায়গার ওপর সরাসরি গ্রিডে বিদ্যুত সরবরাহ ও নিয়ন্ত্রণযোগ্য আধুনিক প্রযুক্তির এই গ্রিড টাইড সোলার ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্টটি স্থাপিত হবে। ডাচ্-বাংলা ব্যাংকের সভা ৩ মার্চ অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৩টায় ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বোর্ডসভায় শেষ হওয়া ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে। যেখানে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদানের সুপারিশ করতে পারে।
×