ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

প্রকাশিত: ০৭:২৫, ১ মার্চ ২০১৫

হিসাব বিজ্ঞান ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২৬. ব্যবসায়ের নিট আয় বা লাভ জানা যায় কোন বিবরণী প্রস্তুতের মাধ্যমে? ক) খতিয়ান হিসাব খ) রেওয়ামিল গ) আয় বিবরণী ঘ) আর্থিক অবস্থার বিবরণী ২৭. একতরফা দাখিলার ইংরেজি প্রতিশব্দ - ক) ঝরহমষব ঊহঃৎু খ) ঝরহমষব ঊহঃৎু ঝুংঃবস গ) ঝরহমষব ঊহঃৎু ইড়ঁপযবৎ ঘ) ঙহব ঝরহমষব ঊহঃৎু ২৮. ব্যাংকে জমাকৃত চেক নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না হলে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে - ক) গরমিল হয় খ) গরমিল হয় না গ) সঠিক ব্যালেন্স হয় না ঘ) মিল হয় ২৯. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি - ক) হিসাবের খ) লেনদেনের গ) ব্যবসায়ের ঘ) উপরের সবকটি ৩০. ওঅঝ এর বর্তমান নাম কী? ক) ওঋজঝ খ) ঋঅঝই গ) ওঋঅঈ ঘ) ওঋইঈ ৩১. করিম কর্তৃক বাট্টাকৃত ৯,৫০০ টাকার একটি প্রাপ্য বিল মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হলো। এক্ষেত্রে করিমের বইতে- র. প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে রর. প্রাপ্য বিল হ্রাস পাবে ররর. মালিকানাস্বত্ব হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ মনে করছেন যে, চলতি বছর স্থায়ী সম্পদের অবচয় ধরা হয়েছে ১০,০০০ টাকা কম। এর কী প্রভাব পড়বে? ক) মুনাফা বেড়ে গেল ১০,০০০ টাকা খ) মুনাফা কমে গেল ১০,০০০ টাকা গ) মুনাফা পরিমাণ স্তিতিশীল থাকবে ঘ) নগদ টাকা বেড়ে গেল ১০,০০০ টাকা ৩৩. একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা য কত বছর আগে? ক) ৪ বছর খ) ৫ বছর গ) ৬ বছর ঘ) ১০ বছর ৩৪. রেওয়ামিল তৈরির সময় কখন সমাপনী মজুদ পণ্য হিসাবভুক্ত করতে হয়? ক) মালিক নির্দেশ দিলে খ) সমাপনী মজুদের খতিয়ান থাকলে গ) প্রারম্ভিক মজুদ অনুপস্থিত থাকলে ঘ) সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে ৩৫. সুনাম ব্যবসায়ের সম্পদ কেন? ক) ব্যক্তিগত পরিচিতি তির করে খ) মুনাফা অর্জনে সহায়তা করে গ) পাওনা আদায়ে সহায়তা করে ঘ) অনেক কষ্টে অর্জিত হয় ৩৬. আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় সকল প্রকারের- র. পরিশোধিত ব্যয় রর. অপরিশোধিত ব্যয় ররর. বিলম্বিত ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. রক্ষণশীল প্রথা অনুযায়ী - র. সম্ভব খরচ ও ক্ষতি সমন্বয় করা রর. সম্ভব সম্পদ বা আয় সমন্বয় হয় ররর. সম্ভব দায় সমন্বয় হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৮. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় - ক) ব্যাংকে জমা খ) ব্যাংক জমাতিরিক্ত গ) নগদ তহবিল ঘ) ব্যাংক তহবিল ৩৯. কোনটি আর্থিক বিবরণীর বহির্ভুত? ক) আয় বিবরণী খ) নগদ প্রবাহ বিবরণী গ) আর্থিক অবস্থার বিবরণী ঘ) রেওয়ামিল ৪০. ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে এক তরফা দাখিলা পদ্ধতি একটি জনপ্রিয় হিসাবরক্ষণ পদ্ধতি। কারণ - র. এ পদ্ধতিতে হিসাবরক্ষণ অত্যন্ত সহজ রর. এ পদ্ধতিতে হিসাব রাখার ব্যয় অল্প হয় ররর. এ পদ্ধতিতে অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসাব রাখতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১. হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটি? ক) অ - খ = ঙঊ খ) অ - ঙঊ = খ গ) অ = খ + ঈ + ও - ঊ ঘ) অ = খ + ঙঊ ৪২. সম্পদের মূল প্রকারভেদ হলো- র. স্থায়ী রর. চলতি ররর. অস্পর্শনীয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুুতের পদ্ধতি হলো- র. একক উদ্বৃত্ত পদ্ধতি রর. নগদান বই সংশোধন পদ্ধতি ররর. দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী পদ্ধতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. ক্রয়কৃত পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিমামূল্যে বিতরণ করা হলে তার জন্য সমন্বয় জাবেদা হবে কোনটি? ক) বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
×