ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহারিয়ার চয়নের ‘ভূতের শহর’

প্রকাশিত: ০৭:২২, ১ মার্চ ২০১৫

শাহারিয়ার চয়নের ‘ভূতের শহর’

স্টাফ রিপোর্টার ॥ শাহারিয়ার চয়নের নতুন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভূতের শহর’। কয়েকজন ছাত্র বেড়াতে গিয়ে উঠে এক ভুতুড়ে হোটেলে। কেউ কেউ ভূতের অস্তিত্ব টের পায় কেউ পায় না। ভূত আছে কি নেই এই বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে চলতে থাকে মূল গল্পটি। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও তিনি পরিচালনা করেছেন আটটি মিউজিক ভিডিও। ফাইজুর মিল্টনের ‘দূর থেকে’ শিরনামের প্রথম মিউজিক ভিডিওর ব্যাপক সাফল্যের পর সোহেল ও নির্ঝরের ‘দূরে আর থেকেও না’, রাফির ‘মন আমার’, সাবিহার ‘বাঁশিওয়ালা’, সোহেল ও রুলিয়ার ‘হারিয়ে তোমায়’, জীবন খানের ‘ফিরে আয়’, এফএ সুমনের ‘থাকব কি করে’ ও ‘ওরে প্রিয়া’। সম্প্রতি চয়নের পরিচালনায় এফএ সুমনের ‘ওরে প্রিয়া’ মিউজিক ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা করে নেয়। দেশ টিভিতে ‘কনসার্ট ফর ফ্রিডম’ সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনে আজ রবিবার দেশ টিভি ‘কনসার্ট ফর ফ্রিডম’ নামের এক বিশেষ কনসার্টের আয়োজন করেছে। কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। এতে সঙ্গীত পরিবেশন করবে সোলস্ ব্যান্ড, শিল্পী হায়দার হোসেন এবং এসআই টুটুল। আমব্রিনের উপস্থাপনা এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি রামু ক্যান্টনমেন্ট থেকে আজ সন্ধ্যা ৬-১৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি প্রচার হবে।
×