ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানা দুই ম্যাচে পরাজিত পাকিদের প্রতিপক্ষ আজ জিম্বাবুইয়ে

তলানি থেকে উপরে উঠতে চায় পাকিস্তান

প্রকাশিত: ০৬:৪১, ১ মার্চ ২০১৫

তলানি থেকে উপরে উঠতে চায় পাকিস্তান

জিএম মোস্তফা ॥ বিশ্বকাপে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলেছে পাকিস্তান। তার দুটিতেই হার। অবস্থানের হিসেবে ‘বি’ গ্রুপের তলানিতে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ খেলতে নামছে মিসবাহ-উল-হকের দল। প্রতিপক্ষ জিম্বাবুইয়ে। আর কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে জিম্বাবুইয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া জিম্বাবুইয়েও। এমন কঠিন পরিসংখ্যান নিয়েই ব্রিসবেনে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুইয়ে। হতাশা দিয়েই একাদশতম বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে তারা। শুধু তাই নয়। দ্বিতীয় ম্যাচেও হার দেখে তারা। বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় আফ্রিদি-মিসবাহরা। এর ফলে প্রথম ২ ম্যাচের দুটিতেই হেরে তাদের পয়েন্ট শূন্য। আর তাতেই কোয়ার্টার ফাইনালে উঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়ে পাকিস্তানের। তারপরও যতটুকু সম্ভাবনা উঁকিঝুঁকি মারছে, তা জিইয়ে রাখাই এখন তাদের মূল লক্ষ্য। ভারত-ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও জিম্বাবুইয়ের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। এ বিষয়ে দলের অধিনায়ক মিসবাহ-উল হক বলেন, ‘টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে বাজে অবস্থায় রয়েছি আমরা। তবে ঘুরে দাঁড়ানোর সময় এখনও শেষ হয়ে যায়নি আমাদের। আশা করছি ভালভাবেই লড়াইয়ে ফিরব। শেষ আটের আশা ধরে রাখতে এ ম্যাচে জয় চাই আমাদের। তা না হলে আরও বিপদে পড়তে হবে। জিম্বাবুইয়ের বিপক্ষে ভাল খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।’ পয়েন্ট টেবিল বিবেচনায়, পাকিস্তানের চেয়ে ভাল অবস্থায় রয়েছে জিম্বাবুইয়ে। তিন ম্যাচে এক জয় আর বাকি দুটিতেই হার মানে তারা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্টের শুরু। আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখে জিম্বাবুইয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারও হার মানে তারা। তবে হারা দু’ম্যাচেই দারুণ লড়াই করেছে ডেভ হোয়াটমোরের শিষ্যরা। আর এই লড়াই করার মনোবল থেকেই আত্মবিশ্বাসী জিম্বাবুইয়ে। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আত্মবিশ্বাস কাজে লাগাতে চান তারা। এ বিষয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, ‘দুই ম্যাচে হারলেও, ছেলেরা দারুণ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আমরা ভাল খেলতে চাই। আর ভাল খেলতে পারলেই কেবল জয়ের স্বাদ পাওয়া যাবে।’ তবে পাকিস্তান যে শক্তিশালী দল সেটা স্বীকার করেছেন চিগুম্বুরা, ‘পাকিস্তান শক্তিশালী দল। তবে আমরাও প্রস্তুত। কারণ শেষ আটে খেলতে হলে এ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্টই পেতে হবে আমাদের। এমন লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।’ বিশ্বকাপের আগেই জিম্বাবুইয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ডেভ হোয়াটমোর। আর অভিজ্ঞ এই কোচকে পেয়েই তারা ইতিবাচক ক্রিকেট খেলছে বলে মন্তব্য করেছেন চিগুম্বুরা। এ বিষয়ে জিম্বাবুইয়ের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমরা সঠিক দিক-নির্দেশনা অনুযায়ীই চলছি। বিশেষ করে যখন থেকে ডেভ হোয়াটমোর (কোচ) আমাদের দায়িত্ব নিয়েছেন তখন থেকেই আমরা ইতিবাচক খেলছি।’ সম্প্রতি পারফর্মেন্স থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী দল জিম্বাবুয়েই। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অতীত কোন ভাল ফলাফল নেই জিম্বাবুইয়ের। কেননা এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও জিম্বাবুইয়ে। এর মধ্যে চারটিতেই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। আর বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে জিম্বাবুইয়ের বিপক্ষে পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় পাকিস্তান। আর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয়ের খোঁজে জিম্বাবুইয়ানরা।
×