ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁ চেম্বারের উদ্যোগ ॥ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:৩১, ১ মার্চ ২০১৫

নওগাঁ চেম্বারের উদ্যোগ ॥ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ ফেব্রুয়ারি ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৫৪ দিনের অবরোধ-হরতালের কারণে নওগাঁ জেলার ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না। পরিস্থিতি ঠেকাতে সমঝোতার মাধ্যমে চলমান সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়েছে নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ চেম্বার কর্তৃক আয়োজিত সদর উপজেলার ৩৭টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য মিলেছে। নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নওগাঁ চেম্বারের সিনিয়র সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও এফবিসিসিআই সদস্য আলহাজ আহম্মদ আলী, চেম্বারের পরিচালক আব্দুল খালেক, অমীয় কুমার দাস, রাজকুমার আগরওয়াল, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু, আবুল কালাম আজাদ, মোঃ সামসুল হক, মামুনুর রশিদ, রহিমা হক প্রমুখ। সভায় সঙ্কট নিরসনের মাধ্যমে পার্শ্ববর্তী বগুড়া, নাটোর ও জয়পুরহাটের মতো নওগাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে নওগাঁ চেম্বার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দদের আশ্বস্ত করা হয়। বরিশালে মহাসড়কে ১০ কিলোমিটার তীব্র যানজট স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের নতুনহাট এলাকা থেকে উজিরপুরের নতুন শিকারপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র যানজটের ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তীতে বাবুগঞ্জ, উজিরপুর ও গৌরনদী থানা পুলিশ এবং বিজিবির সদস্যদের হস্তক্ষেপে প্রায় দশ ঘণ্টা পর রাত বারোটার দিকে যানজটমুক্ত করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, চরমোনাই দরবার শরীফের তিন দিনের বার্ষিক মাহফিলের শুক্রবার ছিল আখেরি মোনাজাত। ওই দিন জুমার নামাজের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার-হাজার পরিবহনের ভিড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যা বিকেল তিনটার পর থেকে তীব্র থেকে তীব্রতর হয়। একপর্যায়ে যানজট নিরসনে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট থানা পুলিশকে। পরবর্তীতে সন্ধ্যা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ ও বিজিবির সদস্যদের সমন্বয়ে রাত বারোটা পর্যন্ত প্রাণপণ চেষ্টা চালিয়ে মহাসড়কের জেলার প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটা পর্যন্ত যানজটমুক্ত করা হয়। দীর্ঘক্ষণের এ যানজটে এ রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীবাহী বাস ও পরিবহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
×