ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ॥ ৮২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:২৯, ১ মার্চ ২০১৫

দিনাজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ॥ ৮২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরমধ্যে সন্দেহভাজন আসামি ৭০ জন। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৬ ঘণ্টা পর বিজিবি লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলসীপুর গ্রামে বাস পোড়ানো মামলার আসামি ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবর রহমানকে গ্রেফতারের পর ছিনিয়ে নেয়ার ঘটনায় চিরিরবন্দর থানার এসআই আতাউর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতা হবিবর রহমান, তার স্ত্রী আম্বিয়া খাতুন ও দুই ছেলে হায়দার আলী, রেজওয়ানুর এবং জামায়াত নেতা কারিমুল ও হাবিবসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে রেজওয়ানুর শুক্রবার পুলিশের গুলিতে নিহত হন। ঝালকাঠির কৃষক সুত্রাপুর থানার মামলায় গ্রেফতার ঢাকায় আসেনি কখনও নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৮ ফেব্রুয়ারি ॥ জীবনে কোনদিন ঢাকা না গিয়েও ঢাকার সূত্রাপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় প্রান্তিক কৃষক সাবারেক হোসেন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে রাজপুর থানা পুলিশ থানাধীন নৈকাঠি গ্রাম থেকে মোঃ সাবারেক হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে। ঢাকার সূত্রাপুর থানার মামলা নং-৮৮(১০)১৪ গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের ধারণা গ্রেফতারি পরোয়ানা ভুয়া হতে পারে। সাবারেক হোসেন জানায়, সে জীবনে কোনদিন ঢাকা যায়নি। সে ধারণা করে সরকারীভাবে ভূমিহীন হিসেবে পাওয়া জায়গা তার চাচা করিম সিকদার দখল করেছে এবং এর প্রতিবাদে মামলা করায় ক্ষিপ্ত হয়ে চাচার ছেলে ঢাকার আইন ব্যবসার সঙ্গে জড়িত আঃ ছত্তার সিকদার এই মামলা করতে পারে। প্রামাণ্যচিত্র প্রদর্শনী বাকৃবি সংবাদদাতা ॥ অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। পরে চারণ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা আবৃতি, নাচ, গান ও শ্রুতিপাঠ পরিবেশন করে। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ॥ শনিবার রূপগঞ্জে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক এ হাই মিলন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম হানিফ, গোলাম কাউছার দিলু, লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ ফরহাদ ভুইয়া, তৌফিকুন নাহার মিতা, রোকসানা আক্তার, আরিফ হোসেন, মোতাহার হোসেন, রাফিজা আক্তার, হেনা আক্তার, শাকী আক্তার প্রমুখ।
×