ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়া সামরিক হুমকি সৃষ্টি করতে পারে ॥ পোরোশেঙ্কো

প্রকাশিত: ০৪:২৫, ১ মার্চ ২০১৫

রাশিয়া সামরিক হুমকি সৃষ্টি করতে পারে ॥ পোরোশেঙ্কো

পূর্ব ইউক্রেনে ৩ দিনের মধ্যে প্রথম মৃত্যুর খবর দিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, অস্ত্রবিরতি বলবত থাকলেও রাশিয়া ‘সামরিক হুমকি’ সৃষ্টি করবে। খবর ইয়াহু নিউজের। পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত সরকারী বাহিনী বৃহস্পতিবার রণাঙ্গন থেকে কামানগুলো সরিয়ে নিতে শুরু করে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে যে অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা ছিল, অবশেষে তা কার্যকর হচ্ছে এটি ছিল তারই ইঙ্গিত। তবে কিয়েভের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় তিন সেনাসদস্যের মৃত্যুর কথা ঘোষণা করে। এর আগের দুই দিনে কারও মৃত্যু হয়নি। পোরোশেঙ্কো টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পরিষ্কারভাবে রাশিয়ার উল্লেখ করে বলেন, সবচেয়ে আশাবাদী পরিস্থিতিতে... দুর্ভাগ্যজনকভাবে পূর্বদিক থেকে সামরিক হুমকির সম্ভাবনা বিদ্যমান। গত ১২ ফেব্রুয়ারি বেলারুশের রাজধানী মিনস্কে একটি শান্তিচুক্তির ব্যাপারে মতৈক্য হলেও কিয়েভ ও পাশ্চাত্যের সরকারসমূহ পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে সেনা ও অস্ত্র পাঠানোর জন্য রাশিয়াকে দোষারোপ করেছে। মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উভয়পক্ষের ভারি কামান সরিয়ে নেয়ার খবরকে স্বাগত জানিয়েছেন। ১৭ বছর পর অপহৃত হওয়ার ১৭ বছর পর বাবা-মায়ের সঙ্গে মেয়ের মিলন ঘটল। ১৯৯৭ সালের এপ্রিলে জন্মের তিনদিন পর মায়ের কোল থেকে অপহৃত হয়েছিল মেয়েটি। তখন তার নাম রাখা হয়েছিল জেফানি। ডিএনএ পরীক্ষায় তাদের সম্পর্ক নিশ্চিত করা গেছে। অন্যদিকে যে নিঃসন্তান নারী মেয়েটিকে অপহরণ করে তাকে সন্তান স্নেহে লালন করেছেন তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘটনাটি ঘটেছে।- বিবিসি সবচেয়ে খর্বকায় গরু বিশ্বের সবচেয়ে খর্বকায় গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে ভারতের কেরল রাজ্যের অথলি শহরের পরিবেশবাদী বলকৃষ্ণন নামবুকুড়ির পোষা গরুটি। এর উচ্চতা ৬১.৫ সেন্টিমিটার। এটি গিনেস বুক অব রেকর্ডসে সবচেয়ে খর্বকায় গরু হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। নামবুকুড়ি জানিয়েছেন, অপুষ্টিজনিত কারণে নয় বরং স্বাভাবিক অবস্থাতেই গরুটি ঠিকমতো বড় হয়নি। তিনি একে তার পরিবারের সদস্য বলে উল্লেখ করে বলেন, আপনি যখন একে তার নাম (মানিকিয়াম) ধরে ডাক দেবেন তখন এটি আপনার কাছে চলে আসবে।-ডেইলি এক্সপ্রেস অনলাইন
×