ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ শেষ ব্রাভোর

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ শেষ ব্রাভোর

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ড্যারেন ব্রাভো। সেই ইনজুরিতে বিশ্বকাপই শেষ হয়ে গেল ব্রাভোর। বিশ্বকাপ ক্রিকেটের চলতি আসরে আর খেলা হচ্ছে না ড্যারেন ব্রাভোর। ইনজুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে এই ক্যারিবীয় ব্যাটসম্যানের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এমন সংবাদই দিয়েছে এএফপি। গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তাই ব্রাভোকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল। ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৫০ রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ব্যক্তিগত ৪৯ রানে রিটায়ার হার্ট হয়ে মাঠ ছেড়েছেন এই ২৬ বছর বয়সী ক্রিকেটার। সুস্থতা ফিরে না পাওয়ায় শুক্রবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মাঠে নামতে পারেননি। এরপরই সংবাদ এসেছে, বিশ্বকাপ শেষ হয়ে গেছে ড্যারেন ব্রাভোর। সংবাদে এটাও জানানো হয়েছে, দ্রুত ব্রাভোর রিপ্লেসমেন্ট হিসেবে আরেক ক্রিকেটারের নাম ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ।
×