ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ শেষ আটে যাবে, যদি...

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ শেষ আটে  যাবে, যদি...

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ। আবেগ বাদ দিলে বলতে হবে ‘সৌভাগ্যের ছোঁয়া’ পেয়েছে টাইগাররা। অসিদের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার কারণেই মাশরাফি, মুশফিক, সাকিবদের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন জোরালো হয়। কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৯২ রানের বড় হারে সম্ভাবনা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে সব সংশয় দূর করতে পারেন বাংলাদেশী ক্রিকেটাররাই। তাদের হাতেই এখন সাফল্যের চাবিকাঠি। এক্ষেত্রে বাকি তিনটি ম্যাচেই যা করার করতে হবে মাশরাফি বাহিনীকে। পুল ‘এ’র বর্তমান অবস্থান জানান দিচ্ছে, শেষ তিন ম্যাচের দুটিতে জয় পেলে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে সৌভাগের পরশ হিসেবে আবির্ভূত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়া ওই এক পয়েন্ট! লঙ্কানদের কাছে এবারের বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে লাল-সবুজের দেশ। কিন্তু এই হারেও বাংলাদেশের নকআউট পর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বরং এখনও দারুণ সম্ভাবনা আছে লক্ষ্য পূরণের। নিজেদের পুল থেকে সাত দলের মধ্যে চার দল শেষ আটের টিকেট পাবে। বাংলাদেশ ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে। আরও বাকি আছে তিন ম্যাচ। আগামী ৫ মার্চ স্কটল্যান্ড, ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন মাশরাফি, মুশফিক, সাকিবরা। এই তিন ম্যাচের মধ্যে যদি দুটিতে জয় পায় তাহলে কোন সমীকরণ ছাড়াই পরের পর্বে পাড়ি জমাবে বাংলাদেশ। বর্তমানে পুল ‘এ’ তে তিন ম্যাচের সব জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নিউজিল্যান্ড। কিউইদের কোয়ার্টারে খেলা তাই অনেকটা নিশ্চিত। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয়, দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় ও তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এর পরের অবস্থান আফগানিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের। এই পুলের সাত দলের মধ্যে স্কটল্যান্ড ও আফগানিস্তানের বাদ পড়া প্রায় নিশ্চিত। বাকি পাঁচ দলের মধ্যে একটি দলকে বিদায় নিতে হবে। এক্ষেত্রে কপাল পুড়তে পারে বাংলাদেশ কিংবা ইংল্যান্ডের। এ কারণে ১ মার্চ ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্যও! পয়েন্টের বিচারে এই ম্যাচে বাংলাদেশীরা নিশ্চিতকরেই সমর্থন দেবেন উপমহাদেশের দল লঙ্কাকে। কেননা ম্যাচে শ্রীলঙ্কা যদি ইংল্যান্ডকে হারায় তাহলে ম্যাথুস, সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের শেষ আটে খেলা অনেকটা নিশ্চিত হবে। তেমনি খাদের কিনারায় পড়ে যাবে ইংলিশরা। তখন চার ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট হবে মাত্র ২। আর বাংলাদেশ পরের ম্যাচে প্রত্যাশিতভাবে স্কটল্যান্ডকে হারাতে পারলে পয়েন্ট হবে ৫। এক্ষেত্রে ৯ মার্চ ইংল্যান্ডকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে বাংলাদেশ। আর ইংল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে দুটি দলেরই পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। আর দারুণ উপভোগ্য হয়ে উঠবে নকআউট পর্বের টিকেট পাওয়ার লড়াই। তবে শেষ আটের টিকেট পেতে কোন সংশয়ই থাকবে না যদি বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পায় বাংলাদেশ। এখন দেখার বিষয়, মাশরাফিবাহিনী দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেন কি না।
×