ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বাজে ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে’

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

‘বাজে ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে’

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দারুণভাবে হয়েছে এবার বিশ্বকাপে। প্রথম ম্যাচেই আফগান জুজুকে ধুলোয় মিশিয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। এভাবেই যাত্রা শুরু হয়েছিল ২০০৭ বিশ্বকাপেও। এখন পর্যন্ত বাংলাদেশের পূর্বের খেলা চার বিশ্বকাপের মধ্যে সফলতম আসর ছিল সেটিই। সেবারই প্রথম নিজেদের শুরুটা হয়েছিল জয় দিয়ে। আর ‘শুভস্য শীঘ্রম’; যত দ্রুত শুভ ঘটনা ঘটে ততই ভাল। প্রথম ম্যাচেই জেতার সাফল্যটা বাংলাদেশ দলকে প্রথমবার উত্তীর্ণ করেছিল গ্রুপ পর্ব থেকে সুপার এইটে। আবার কী ফিরে আসবে ২০০৭? এবারও শুরুটা আফগানদের ১০৫ রানে হারিয়ে শুরু করায় মাশরাফি বিন মর্তুজা শিবিরের ওপর প্রত্যাশা বেড়ে হয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার। সে স্বপ্নটা বড় ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট লাভের মাধ্যমে। তবে লঙ্কানদের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে কিছুটা ধাক্কাই খেয়েছেন মাশরাফিরা। এরপর অধিনায়ক মাশরাফি ঘোষণা দিয়েছেন পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়ানোর। পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড ছোট দল হলেও হেরে গেলে শেষ আটে ওঠার স্বপ্নটা বিবর্ণ হয়ে যাবে। তাই অবশ্যই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি। দেশ ত্যাগ করার আগেই বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরাসিংহে ও অধিনায়ক মাশরাফি প্রত্যয় জানিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে খেলার। কিন্তু এ দুই পথিকৃতের প্রত্যয়ের পরও বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ শঙ্কা ত্যাগ করতে পারেননি। বরং আফগানভীতি একেবারে জেঁকে বসেছিল। প্রথম ম্যাচেই ভয়ঙ্কর লড়াকু দল আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইটা রীতিমতো আতঙ্কই তৈরি করেছিল। ভয়টা আরও বেড়েছিল আয়ারল্যান্ড আগেভাগেই যে উদাহরণ সৃষ্টি করেছিল সেটার কারণে। সমকক্ষ একটি দলকে দেখে আরেক দলকে উজ্জীবিত, অনুপ্রাণিত এবং দারুণ কিছু করার জন্য বাড়তি একটা স্ফুরণ হিসেবে কার্যকর ভূমিকা রাখে। আয়ারল্যান্ড বিশ্বকাপের শুরুতেই নিজেদের চেয়ে অনেক শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ার দু’দিন পরই ছিল বাংলাদেশের আফগানযুদ্ধ! তবে শেষ পর্যন্ত ওইসব ভীতিকে জয় করে ফেলে বাংলাদেশ দল। ভয়ের হীমস্রোত বয়ে যাওয়ার মূল কারণ গত বছর এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আফগানরা। বিস্ময়কর বিষয় বার বার ঘটে না এবং ওই পরাজয়টা ছিল পুরোপুরিই অঘটন সেটা প্রমাণ করে বাংলাদেশ এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ১০৫ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে। ভীতিকে জয় করে ব্রিসবেনে পরবর্তী ম্যাচটা আর শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ থেকে অবশ্য মহামূল্যবান একটি পয়েন্ট নিয়ে বেশ ভাল অবস্থানে চলে যায় মাশরাফিরা। মেলবোর্নে প্রথমবার আরেক ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ বাজে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। মারাত্মক বাজে রকম ফিল্ডিংয়ের জন্য লঙ্কানরা বিশাল সংগ্রহ গড়ে যা আর তাড়া করা সম্ভব হয়নি। ৯২ রানে হেরে এখন ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কিছুটা ব্যাকফুটেই চলে গেছে দল। পচা শামুকে পা কাটার অভ্যেসটা পুরনো। হল্যান্ড, কানাডা ও আয়ারল্যান্ডের মতো সহযোগী সদস্য দেশগুলোর কাছে হারের লজ্জাবরণ করতে হয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ স্কটল্যান্ড। যদিও অফিসিয়াল কোন ম্যাচে এখন পর্যন্ত স্কটিশদের বিরুদ্ধে হারের কোন কষ্ট সঙ্গী হয়নি বাংলাদেশের। ৩ বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশই। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে করে স্কটিশদের বিরুদ্ধে অবশ্যই জিততে হবে। না হলে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো কঠিন দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই জিততে হবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে। এ বিষয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বলেন, ‘এ ম্যাচে বাজে ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে। আর বোলাররাও ঠিক ছন্দে ছিলেন না। পরবর্তী ম্যাচে আমরা ভাল কিছু বিষয় করে দেখাতে চাই। আশা করব এটাই যেন এ টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বাজে ম্যাচ হিসেবে থাকে। জয় ছাড়া অন্য কিছু ভাবাই উচিত নয়।’ তবে এখনও বাংলাদেশের খুব ভাল সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার। আগামী তিন ম্যাচের দুটিতে জিতলেই সেটা নিশ্চিতভাবে সম্ভব হবে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের এখনও এ বিশ্বকাপে দারুণ সুযোগ আছে। আমাদের তিন ম্যাচ বাকি আছে। আশা করছি আগামী ম্যাচে আমরা ভাল কিছু করতে পারব।’ অস্ট্রেলিয়া পর্বে আপাতত বিরতি। এবার নিউজিল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ দল। নেলসনে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই। সে জন্য পুরো সপ্তাহই পাচ্ছে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করতে। লঙ্কানদের বিরুদ্ধে ভুলগুলো শুধরে নিজেদের পুরোপুরি ছন্দে ফেরাতে বদ্ধপরিকর মাশরাফিরা। তাহলেই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল কিছু করা সম্ভব হবে।
×