ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী কাল চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী কাল চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার চট্টগ্রামে আসছেন। এদিন তিনি উদ্বোধন করবেন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নির্মিত পাঁচ তারকামানের ‘হোটেল রেডিসন ব্লু’ উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি কক্সবাজার জেলার রামুতে একটি সেনানিবাস উদ্বোধন করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে কক্সবাজারের রামু যাবেন। সেখানে তিনি উদ্বোধন করবেন রামু সেনানিবাস। সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী রামু থেকে হেলিকপ্টারযোগে বেলা ১২টা ৪০ মিনিটে নগরীর বায়েজিদ বোস্তামীতে চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করবেন। এরপর তিনি সরাসরি চলে যাবেন নবনির্মিত ‘হোটেল রেডিসন ব্ল’ু উদ্বোধনী অনুষ্ঠানে। আনুষ্ঠানিকভাবে তিনি হোটেলটির ফলক উন্মোচন করবেন এবং হোটেল পরিদর্শন করবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন। উল্লেখ্য, সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হোটেল রেডিসনই চট্টগ্রামে পাঁচ তারকামানের প্রথম হোটেল। দৃষ্টিনন্দন সুউচ্চ এ ভবনটি ইতোমধ্যে নগরবাসীর নজর কেড়েছে। রেডিসনকে কেন্দ্র করে পুরো এলাকার আমেজই পরিবর্তন হয়ে গেছে। এমনিতেই এলাকাটি সার্কিট হাউস, এমএ আজিজ স্টেডিয়াম, জিমনেসিয়াম, রেলওয়ের সদর দফতর, নৌবাহিনীর স্থাপনা, জমিয়তুল ফালাহ মসজিদ, চিটাগাং ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে বিশেষ সৌন্দর্য বহন করে। এর সঙ্গে হোটেল রেডিসন যুক্ত হওয়ায় এলাকাটির চেহারাই পাল্টে গেছে।
×