ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবারের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবারের পরীক্ষা  অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত জোটের নাশকতার আতঙ্ক নিয়ে শুক্রবার পরীক্ষার ষষ্ঠ দিন পার করল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগের পাঁচ দিনের মতো এদিনের পরীক্ষাও অনুষ্ঠিত হলো সরকারী ছুটির মাঝেই। রাজধানীসহ দেশের প্রতিটি জেলা-উপজেলাতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার জন্য সারাদেশে নেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট পরীক্ষার্থী-অভিভাবকরা। একই সঙ্গে এবার পরীক্ষায় প্রশ্ন ফাঁস না হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা। আর শিক্ষামন্ত্রী ১৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষার মাঝে অবরোধ হরতালের তীব্র সমালোচনা করে বলেছেন, কা-জ্ঞানহীন, মূর্খ ও অপদার্থ না হলে কেউ পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ দিতে পারেন না। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রীস্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২ (ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২) (খ্রীস্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে সরকারী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় অভিভাবকরা সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগের কথাও তার কাছে তুলে ধরেন। হরতাল-অবরোধে বিপর্যস্ত চলতি এসএসসি পরীক্ষার মধ্যে এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ না ওঠায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষামন্ত্রী অভিভাবকদের বলেন, ‘যেভাবেই হোক’, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এসএসসি শেষ করা হবে। আর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে ফল। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, আগামী ১০ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের কারণে শুরুতেই হোঁচট খায় এবারের পরীক্ষা। অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১০ দিনের ১৭৩টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে। একজন অভিভাবক শিক্ষামন্ত্রীকে বলেন, স্যার মাথা ঠা-া রেখে শিক্ষকদের খাতা দেখতে বলবেন। আরেকজন অভিভাবক বলেন, স্যার এবার প্রশ্ন ফাঁস হয়নি, আপনাকে ধন্যবাদ। জবাবে মন্ত্রী বলেন, এবার কেন, কোনবারই তো প্রশ্ন ফাঁস হয়নি। সব বারের জন্যই আমাকে ধন্যবাদ দেন। ফেসবুকে প্রশ্ন ফাঁসকারীদের ‘দুষ্টু লোক’ বলেও আখ্যায়িত করেন মন্ত্রী। ঠিক সময়ে ফল দেয়া সম্ভব হবে কি না- এক অভিভাবকের এমন মন্তব্যে মন্ত্রী বলেন, অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এখন তো শুধু শুক্র-শনিবার পরীক্ষা হচ্ছে। শিক্ষকরা খাতা মূল্যায়নের জন্য পাঁচ দিন সময় পাচ্ছেন। নির্ধারিত দিনের পরীক্ষা হবে কি না সে সিদ্ধান্ত পরীক্ষার আগের দিন বিকেলে ঘোষণার ফলে পরীক্ষার্থীদের সমস্যা হয় বলে কয়েকজন অভিভাবক শিক্ষামন্ত্রীকে জানান। জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ভালভাবেই জানে কোন দিনের পরীক্ষা বন্ধ হবে। আর তারা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকের কথার রেশ ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমি তাদের (বিএনপিকে) অনেকবার অনুরোধ করেছি যাতে অন্তত পরীক্ষা শুরুর আগে ও পরে দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটাও করছে না। উল্টো বিএনপির এক নেতা বলছেন, কিসের পরীক্ষা! পরে মন্ত্রী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অনিশ্চয়তা ও অজানা আতঙ্ক নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর খেসারত আগামী ৪০ বছর দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা তো বন্ধ হবেই, তোমরা সেই মোতাবেক প্রস্তুতি নাও। কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী কক্ষের ভেতরে প্রবেশ করেননি। তিনি বলেন, ভেতরে গেলে ওদের ডিস্টার্ব হবে। ওরা ওদের মতো পরীক্ষা দিক। উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭ বিষয় এবং এইচএসসির ৪১ বিষয়ের পরীক্ষা পেছানো হয়। ওই বছরের জেএসসি-জেডিসির ১৭ বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দু’বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়ে। হরতালে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা আগামী ১০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না। পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
×