ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় টোলঘরে হামলা, লুট ॥ আহত চার

প্রকাশিত: ০৪:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

গলাচিপায় টোলঘরে হামলা, লুট ॥  আহত চার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হামিদুল ও তার বাহিনী বৃহস্পতিবার রাতে চাঁদার দাবিতে হরিদেবপুর খেয়াঘাটের ইজারাদার শিবুলাল দাসের টোলঘরে হামলা চালিয়ে নগদ অর্থ লুটসহ ব্যাপক ভাংচুর করেছে। তারা কুপিয়ে পিটিয়ে ৪ জনকে আহত করেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামিদুল দীর্ঘদিন ধরে খেয়াঘাটের ইজারাদারের ম্যানেজার সঞ্জিব কুমার দাসের কাছে প্রতি মাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। ঘটনার সময়ে হামিদুলের নেতৃত্বে রাব্বি, মনির, রিপন ও শাহিনসহ ১৫-২০ সন্ত্রাসী ম্যানেজারের কাছে এক বছরের চাঁদা বাবদ ৩ লাখ ৬০ হাজার টাকা দাবি করে। কিন্তু ম্যানেজার তা দিতে অস্বীকার করার সঙ্গে সঙ্গে টোলঘরে কর্মরতদের ওপরে নারকীয় হামলা চালায়। সন্ত্রাসীরা ইজারাদারের কর্মচারী নান্নু, লিটন, হারুন ও শ্যামলকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। টোলঘরের টেবিল-চেয়ার ভাংচুর করে। ক্যাশবাক্স থেকে নগদ ৪৫ হাজার টাকা লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ত্রাসীরা গোটা এলাকায় মুহূর্তে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। ঘাটের আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট ফেলে রেখে দৌড়ে পালায়। খেয়ার যাত্রীরা দিগি¦দিক ছোটাছুটি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহিদ হোসেন জানান, আসামিদের গ্রেফতারে রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।
×