ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

প্রকাশিত: ০৪:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধায় ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলাসহ সাত উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত পৌনে বারোটা থেকে ঘণ্টাব্যাপী ঝড় বৃষ্টি হয়েছে। এতে কাঁচা ঘড়বাড়ি, গাছপালা রবি-শষ্যসহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সদর উপজেলার হাট লক্ষ্মীপুর, খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশি ক্ষতিগ্রস্ত সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে। এর মধ্যে জয়েনপুর, পুরাণ লক্ষ্মীপুর, জামুডাঙ্গা, কলেজপাড়া গ্রামে ক্ষতির পরিমাণ বেশি।
×