ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চারপাশে পুকুর খুঁড়ে জমি দখলের চেষ্টা

প্রকাশিত: ০৪:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ফরিদপুরে চারপাশে  পুকুর খুঁড়ে জমি দখলের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে একটি পরিবারকে তাদের বসতভিটে থেকে উচ্ছেদের জন্য জমি দখলের চেষ্টা চালাচ্ছে প্রভাবশালী মহল। এজন্যে শ্রভাবশালী ওই গোষ্ঠী পরিবারের বসতভিটার চারপাশে পুকুর খনন করেছে। গোয়ালপোতা গ্রামের প্রভাবশালী আবু সাঈদ চোকদার প্রতিবেশী নুরু গাজীর বসতভিটের তিন পাশ কেটে পুকুর বানিয়েছে। বাড়ির জায়গার মোট সাড়ে সাত শতাংশের মধ্যে মাত্র ২ শতাংশ জায়গা অবশিষ্ট রয়েছেন। একটি টিনের বসতঘর আর রান্নাঘর ছাড়া আর সব প্রভাবশালীদের পুকুরে চলে গেছে। আবু সাইদ চোকদার বলেন, “ভিটে যেটুকু রাখছি, সেটুকু আর বেশি দিন রাখব না। সাংবাদিক, কোর্ট-কাচারী, থানা-পুলিশ আমার বিরুদ্ধে অনেক করেছে কিন্তু আমার কিছুই করতে পারবে না।” নুরু গাজী বলেন, “আমি মামলা দিয়েও কোন বিচার পাচ্ছি না। তিন বছর আগে আমার ছেলে সোহাগ গাজী খুন হয় । এ ব্যাপারে মামলা করায় আজ আমার এ অবস্থা। আমি আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই। এ ব্যাপারে ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, “দুই পক্ষই বলছে তাদের দলিল আছে। আমি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের থেকে নির্বাচিত করে প্রতিনিধি করে দিয়েছি। আমার কাছে এখন পর্যন্ত প্রতিনিধিরা কোন রিপোর্ট দেয় নাই। তবে মীমাংসা হওয়ার আগে নুরু গাজীর বসতভিটে কেটে, তাকে ভিটে থেকে উচ্ছেদ করা ঠিক হবে না।
×