ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংক মালিকদের সমাজের প্রতি দায় আছে : গবর্নর

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

ব্যাংক মালিকদের সমাজের প্রতি দায় আছে : গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক মালিকদের অর্থনৈতিক জমিদার হিসেবে আখ্যায়িত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, যারা সমাজের মানুষের কাছ থেকে আমানত নিয়ে ব্যাংক পরিচালনা করছেন তারা অর্থনৈতিক জমিদার। ফলে সমাজের প্রতি তাদের দায় আছে। এই দায়বদ্ধতা থেকে সমাজের জন্য তাদের কিছু করতে হবে। সেবার মনোভাব নিয়ে এ ধরনের কাজে সমগ্র আর্থিক খাতকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন খাতে অবদান রাখছে এমন ২৬টি প্রকল্পের প্রতিনিধিদের হাতে ৫ কোটি ১৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন গবর্নর। ইউক্রেনে কেন্দ্রীয় ব্যাংকের সাময়িক নিষেধাজ্ঞা ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক ঘোষণায় দেশটির বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ওপর তাদের ক্লায়েন্টদের জন্য বিদেশী মুদ্রা ক্রয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। খবর সিনহুয়া। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, ঘোষণার পর পরই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং শনিবার পর্যন্ত বলবৎ থাকবে। তবে বেসরকারী ব্যাংকগুলো তাদের নিজস্ব প্রয়োজনে নগদ অর্থ কিনতে পারবে। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার সমালোচনা করে বলেছেন, এ উদ্যোগ দেশীয় মুদ্রার স্থিতিশীলতায় কোন কাজে আসবে না। উল্লেখ্য, ইউক্রেনের জাতীয় মুদ্রা হরিভনিয়া মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের খারাপ অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডলারের বিপরীতে এর বিনিয়ম হার ছিল ৩৩.৮।
×