ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি গুরুতর অসুস্থ

সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইয়েওকে একটি সরকারী হাসাতাপালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাকে এ্যান্টিবায়টিক দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে। খবর এএফপির। বুধবার রাতে ৯১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান মারা গেছেন বলে ব্যাপক গুজব রটে গেলে সরকার এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘তার অবস্থা স্থিতিশীল এবং কৃত্রিম শ্বাসযন্ত্র ব্যবহার করা হচ্ছে। তার চিকিৎসকরা তাকে এ্যান্টিবায়োটিক দিয়েছেন এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ লি সিঙ্গাপুরের জনপ্রিয় রাজনৈতিক দল পিপলস এ্যাকশন পার্টির যুগ্ম-প্রতিষ্ঠাতা। ১৯৫৯ সাল থেকে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হলে ৫ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ব্রিটেনে প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবী ও সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের বাবা লি ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র তিন দশকের মধ্যে সিঙ্গাপুরকে অনগ্রসরতা থেকে একটি সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করেন।
×