ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের দুর্বল জায়গায় আঘাত হানতে হবে ॥ ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

ক্যারিবীয়দের দুর্বল জায়গায় আঘাত হানতে হবে ॥ ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচে এক জয়, অবস্থানটা তেমন খারাপ হয়নি এখনও। তবে তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেই কোয়ার্টার ফাইনালে ওঠার পথটা দুর্গম হয়ে উঠবে দক্ষিণ আফ্রিকার জন্য। কারণ সেক্ষেত্রে বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান ও আরব আমিরাতকে অবশ্যই হারাতে হবে। তাই ক্যারিবীয়দের নিয়ে আজকের ম্যাচে নামার আগে সূক্ষ্ম পর্যালোচনা করেছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নিজেদের জন্য ভয়ানক হুমকি হিসেবে ক্রিস গেইলকে মনে করছেন তিনি। সেই সঙ্গে মারলন স্যামুয়েলসের দৃঢ়চেতা ব্যাটিং ও শেষদিকে আন্দ্রে রাসেল ও ড্যারেন সামির দ্রুত রান তোলার সামর্থ্যগুলো নিয়ে পরিকল্পনা তৈরি করছেন। তবে ক্যারিবীয় দলে অনেক দুর্বলতাও আছে, সে সব চিহ্নিত করে ওই দুর্বল জায়গায় আঘাত হানতে চান ভিলিয়ার্স। নিজেদের শক্তি প্রয়োগ করে চাপ ধরে রাখতে পারলে ক্যারিবীয়রা পরাস্ত হবে বলে দাবি তার। জিম্বাবুইয়ের বিরুদ্ধে দারুণ জয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। সে কারণে দলের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ভিলিয়ার্স। তবে ঘুরে দাঁড়াতে পুরোপুরি প্রস্তুত দক্ষিণ আফ্রিকা এমনটাই দাবি তার। বিশ্বকাপের আগে যে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মোকাবেলা করেছিল দক্ষিণ আফ্রিকা সেই দলটির এখন আমূল পরিবর্তন। বিশেষ করে গেইলের ফর্মে ফেরাটা বড় হুমকি এখন ভিলিয়ার্স বাহিনীর জন্য। ফলে বিশ্বকাপের শুরুতে ফেবারিট তকমা না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ এখন ভয়ানক দলে পরিণত হয়েছে। এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘তারা ভয়ঙ্কর দল। তবে বিশ্বের অন্য যে কোন দলের মতোই তাদের ওপর যদি পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হয় তারাও ধসে পড়বে। আমরা সর্বশেষ ম্যাচে তেমন ভাল খেলিনি। এখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সামর্থ্য অনুসারে খেলতে সক্ষম। সে আত্মবিশ্বাসও আছে আমাদের। তাদের দলেও যথেষ্ট দুর্বলতা আছে। আর সেই দুর্বল পয়েন্টগুলোয় চাপ প্রয়োগ করাই জরুরী।’ ভারতের বিরুদ্ধে আগের ম্যাচে ১৩০ রানের পরাজয়ের পর আরেকটি দুর্ভাগ্য সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকার। সেøা ওভাররেটের কারণে জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক ভিলিয়ার্সকে। আজ সেটার পুনরাবৃত্তি ঘটলে নিষেধাজ্ঞা জুটবে। তবে সেটা নিয়ে মোটেও দুশ্চিন্তা নেই ভিলিয়ার্সের। তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে এ বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। আমার ধারণা এবার সব অধিনায়কই বেশ চাপের মধ্যে আছেন। সময় মতো বোলিং শেষ করা সবার জন্যই কঠিন হয়ে পড়েছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নানাবিধ চাপের মধ্যে থেকে এ বিষয়টির দিকে মনোযোগ রাখা বেশ কঠিন। তবে আমরা এবার সেটা করতে পারব। তবে সর্বশেষ ম্যাচে যা ঘটেছে সে সব আমাদের জন্য হতাশার হলেও নিজেদের ওপর আস্থা ধরে রাখাটা জরুরী।
×