ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলাইমেশিন বিতরণ

প্রকাশিত: ০৪:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

সেলাইমেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় গরিব, অসহায়, দুস্থ নারীদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাইমেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এডিপির ম্যানেজার প্রকাশ চাম্বু গংয়ের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মঞ্জুরুল করিম। ঠাকুরগাঁওয়ে উৎসব নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ ফেব্রুয়ারি ॥ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮০তম আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রামকৃষ্ণ আশ্রম মন্দিরে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির চত্বরে উৎসবের উদ্বোধনী ও “বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় স্বামী বিবেকানন্দের চেতনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। উৎসবে বেদমন্ত্র পাঠ, বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক সমাবেশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বাঙালিপুর নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আকমল সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক। মাদকবিরোধী মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৬ ফেব্রুয়ারি ॥ ‘মাদককে না বলি সুন্দর জীবন গড়ে তুলি’ এই সেøাগানকে সামনে রেখে টঙ্গীর কলেজগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকাসক্ত নিরাময় সহায়ক কেন্দ্রের উদ্যোগে ‘সুন্দর জীবন’ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাদিম হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুল রহমান, উত্তরা থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এআর মিলন, সুন্দর জীবন সংগঠনের পরিচালক মোঃ জামাল হোসেন, গোলাম মাকসুদ, সাখাওয়াত হোসেন বাবু, তানভীর আহম্মেদ, আহসান উল্লাহ, জাহাঙ্গীর আলম, শামীম খান, খোকন মিয়া প্রমুখ।
×