ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদীয়মান গীতিকার গিয়াস সানি

প্রকাশিত: ০৭:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

উদীয়মান গীতিকার গিয়াস সানি

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের উদীয়মান গীতিকার গিয়াস সানি। বর্তমানে পড়াশোনা ও গান লেখালেখির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ পর্যন্ত একাধিক এ্যালবামের জন্য গান লিখেছেন তিনি। হাতে আছে আরও কয়েকটি এ্যালবামের কাজ। সম্প্রতি ভালবাসা দিবসে ‘স্বপ্ন ভাঙার গল্প’ এ্যালবামে ফারদিনের গাওয়া ‘হৃদয় ছিড়ে, তোমার জন্য ভালবাসা’ এ্যালবামে মিনহাজের গাওয়া ভালবাসার বসন্ত ও ‘জল রঙের ভালবাসা’ এ্যালবামে রফিকুল আলমের গাওয়া সুখের বাতি গান রিলিজ পায়। সম্প্রতি ‘জাদুরে’ এ্যালবামে জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের গাওয়া ‘ওরে প্রিয়া’ গানের ভিডিওটি প্রশংসিত হয়। সানির হাতে রয়েছে আরও কয়েকটি এ্যালবামের কাজ। এ্যালবামগুলোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরমধ্যে শিল্পী রিফাতের আসছে একক এ্যালবামে সানির ৩টি গান থাকবে। সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলাভাষা ও সাহিত্যের ছাত্র গিয়াস সানি বলেন, ছোটবেলা থেকেই লিখতাম। ২০১০ থেকে গান লেখা শুরু করি। অল্প সময়ে বেশ ভাল সাড়া পাচ্ছি। শ্রোতাদের ভালবাসায় আমি মুগ্ধ। আগামীতে শ্রোতাদের ভাল গান উপহার দেয়ার চেষ্টা করব। শুদ্ধ গান রচনার মাধ্যমে শ্রোতাদের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।
×