ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ

ঈশ্বরদীতে নদীপথে আসছে গান পাউডার অস্ত্র ও ফেনসিডিল

প্রকাশিত: ০৬:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ঈশ্বরদীতে নদীপথে আসছে গান পাউডার অস্ত্র ও ফেনসিডিল

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ এবং হরতাল ঠেকাতে পুলিশ, র‌্যাব, বিজিবির ব্যস্ততার সুযোগে ফেনসিডিল আমদানিকারক ও অস্ত্রপাচারকারী সক্রিয় হয়ে উঠেছে। ২০ দলীয় জোটের কর্মসূচী শুরুর কয়েকদিন পর থেকেই বাঘা, চারঘাট, লালপুর, ভেড়ামারা, মহিষকু-ী, ঈশ্বরদী সাঁড়া, লক্ষ্মীপুর, তিলকপুর, গৌরীপুর, ও আবেদের ঘাট নদীবেষ্টিত বর্ডার এলাকায় তারা তৎপর হয়ে ওঠে। রাজনীতির ছত্রছায়ায় থাকা কতিপয় নেতা ফেনসিডিল পাচারকারীদের নিয়ে কিছু পুলিশ সদস্যের সহযোগিতায় প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল, ইয়াবা, গান পাউডার পাচার করে বিভিন্ন ট্রেন ও সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। একই সঙ্গে তারা সুযোগ বুঝে অস্ত্রপাচারও করছে বলে অভিযোগ রয়েছে। এ সব ব্যবসায়ীদের একেক জনের নামে একাধিক মামলা থাকলেও তাদের আটক করা হচ্ছে না। নদী বেষ্টিত বর্ডার এলাকার একাধিক সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে। সূত্র মতে, হরতাল-অবরোধ কর্মসূচী এবং নাশকতা ঠেকাতে পুলিশ, র‌্যাব, বিজিবি ব্যস্ত হয়ে পড়ে। এ সুযোগে নদী বেষ্টিত বর্ডার এলাকার চিহ্নিত ও কতিপয় পুলিশ সদস্যের পরিচিত ফেনসিডিল ভারত থেকে নদী পথে হাজার হাজার বোতল ফেনসিডিল, ইয়াবা ও গান পাউডার আনছে। ফেনসিডিল, ইয়াবা, গান পাউডার ট্রেন ও সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা ছদ্মবেশী ও সুবিধাবাদীর মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে পুলিশ সদস্যদের ম্যানেজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
×