ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর আদালত পাড়ায় ॥ ফিরে এসেছে প্রাণ

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর আদালত পাড়ায় ॥ ফিরে এসেছে প্রাণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবরোধ-হরতাল উপেক্ষা করে প্রাণচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীর আদালতপারা। অবরোধ হরতাল বয়কট করে মঙ্গলবার থেকে আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে বিভিন্ন মামলার কার্যক্রমে অংশগ্রহণ শুরু করছেন। বুধবার সকালে আদালতে গিয়ে দেখা গেছে চারদিকে কর্মব্যস্ততা। আদালতপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শীতকালীন ছুটি ও দেশব্যাপী চলমান ২০ দলের ডাকা টানা হরতাল-অবরোধের কারণে প্রায় ৩ মাস বন্ধ ছিল আদালত। আইনজীবীদের আদালতে উপস্থিতি না থাকায় আদালতের সকল কার্যক্রমই বন্ধ ছিল। রাজশাহী এ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী এ্যাডভোকেট জমসেদ আলী জানান, আদালত বন্ধ থাকার কারণে অনেক আসামি জামিন লাভ করতে পারছিলেন না। কোন আসামির তিনদিন জেল হলে তাকে একমাস থাকতে হচ্ছে। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে আসামিদের। বিচার প্রার্থীরাও হয়রানির শিকার হচ্ছিলেন। এছাড়া আদালত সংশ্লিষ্টরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সবদিক বিবেচনা করে আদালতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, অবরোধ হরতালের কারণে যদি কোন বাদী বা বিবাদী আদালতে উপস্থিত হতে না পারেন তাহলে যেন আদালত তার প্রতি সহানুভূতি দেখায় এমন রেজুলেশন করে প্রতিটি আদালতে পাঠানো হয়েছে। রাজশাহী বারের এ্যাডভোকেট সহকারী রাশিদুল ইসলাম রাসেল জানান, আদালত বন্ধ থাকার কারণে তিনিসহ তার মতো অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আদালতের আয় থেকে তিনি সংসার চালান। গত প্রায় তিন মাস থেকে কাজ বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। ধার-দেনায় পড়েছেন। তবে আইনজীবীদের আদালতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেয়ায় তিনি খুশি হয়েছেন। আদালতপাড়ায় কম্পিউটার টাইপিস্ট মাইনুল ইসলাম জানান, আদালত বন্ধ থাকলে কাজ থাকে না। এতে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত দুইদিনে অনেক কাজ হাতে পেয়ে ব্যস্ত তিনি। হরতাল অবরোধে বন্দী নয়, এ রকম ব্যস্ত থাকতে চান বলে জানান তিনি। আদালতপাড়ার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যেও ফিরে এসেছে স্বস্তি। আদালতের কার্যক্রম শুরু হওয়ায় বুধবার আইনজীবী, এ্যাডভোকেট ক্লার্ক, টাইপিস্টসহ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের উৎফুল্ল দেখা গেছে। প্রসঙ্গত, ‘যে দলই হরতাল ডাকুক, আদালত বন্ধ থাকবে’- চৌদ্দ বছর আগে রাজশাহীর আদালতে আইনজীবীদের নেয়া সেই সিদ্ধান্ত অবশেষে বাতিল করা হয়েছে। চলমান অবরোধ হরতাল উপেক্ষা করে মঙ্গলবার থেকে রাজশাহীর সব আদালতের কার্যক্রম সচল রাখার ঘোষণা দেয়া হয়। সেদিন থেকেই প্রাণ ফিরে আসে রাজশাহীর আদালত পাড়ায়।
×