ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলাভূমি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

জলাভূমি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ ‘ভবিষ্যত প্রজন্মর জন্য জলাভূমি’ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ও বেসরকারী সংস্থা আইইউসিএন ও সিএনআরএস এর সহযোগিতায় শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে শিশু একাডেমির ১৫৬ জন প্রতিযোগীর অংশ গ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুলের প্লে গ্রুপ থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিশুরা অংশ নেয়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের ৯ জন প্রতিযোগীকে পুরস্কৃত করার পাশাপাশি এই ৯ জনের জন্য থাকছে টাঙ্গুয়ার হাওরের বাস্তব চিত্র উপলব্ধিকরণ বিষয়ক এক দিনের আনন্দ ভ্রমণ কর্মশালা। জয়পুরহাটে বিজিবির হাতে আটক মাদকদ্রব্য ধ্বংস গত ২৩ ফেব্রুয়ারি জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি মাঠে বিজিবি কর্তৃক আটক এক কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৬শ’ ৭৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া অনুষ্ঠানে বিজিবির জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের পরিচালক, জয়পুরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি শিশু ও নারী উন্নয়নে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি ॥ রাজবাড়ী তথ্য অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’-এর ওপর নেতৃস্থানীয় ব্যক্তিদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনা মনি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান, ডাঃ মাহাবুল হক, আলমগীর হোসেন, খান মোহাম্মদ জহুরুল হক, লুৎফর রহমান লাবু, আবদুল হামিদ, আজমির হোসেন, শামিমা আক্তার মুনমুন প্রমুখ বক্তব্য রাখেন। কুড়িগ্রামে বইমেলা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার আয়োজিত উপজেলার কাচারী মাঠে ২০তম বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন।
×