ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাস্টার্স, স্পেশাল এডুকেশন ও ডিপ্লোমাতে ভর্তির সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

মাস্টার্স, স্পেশাল এডুকেশন ও ডিপ্লোমাতে ভর্তির সময় বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) কোর্স ও মাস্টার্স/ স্পেশাল এডুকেশন/ ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রী ভর্তি কার্যক্রম-২০১৪ এর রিলিজ সিøপে অনলাইনে আবেদন ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বুধবার এ তথ্য জানিয়েছেন। নাটোর ভূমি অফিসে অগ্নিকা-, পুড়ে গেছে ফাইলপত্র সংবাদদাতা, নাটোর, ২৫ ফেব্রুয়ারি ॥ নাটোর সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অফিসের ২টি কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র। ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর রাজবাড়িতে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে নিরাপত্তা কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। রূপগঞ্জে অপহৃত শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার তিন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা ৫ বছর বয়সের অপহৃত শিশু সাদমান হোসেন আপনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভোলায় ১১ ক্ষুদে বিজ্ঞানীকে পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ ফেব্রুয়ারি ॥ ভোলায় ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষ দিন মঙ্গলবার রাতে উদ্ভাবনী আবিষ্কারের জন্য ১১ জন ক্ষুদে বিজ্ঞানীকে পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা এ পুরস্কার তুলে দেন। প্রথম হয়েছে জুনিয়র গ্রুপে টাউন কমিটি বাংলা স্কুলের মোঃ হাসনাইন আহমেদ। তার বিষয় ছিল আধুনিক ঘূর্ণিঝড় সঙ্কেত। সিনিয়র গ্রুপে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের মোঃ ফাওয়াজ। তার আবিষ্কার ছিল নেটওয়ার্কিং স্পীড বৃদ্ধি। বিশেষ গ্রুপে একই সংগঠনের সৌরভ গাঙ্গুলী। তার বিষয় ছিল সোডিস সূর্যালোর তাপ বৃদ্ধি করে পানি শোধন।
×